একটি গানের জন্য নিষিদ্ধ হয়েছিল সঞ্জয়-মাধুরীর ‘খলনায়ক’

অনলাইন ডেস্ক: বলিউডের সিনেমা ‘খলনায়ক’ মুক্তি পেয়েছিল ১৯৯৩ সালে। জনপ্রিয় দুই তারকা সঞ্জয় দত্ত-মাধুরী দীক্ষিত অভিনীত এ সিনেমা ছিল সেই বছরের অন্যতম বড় হিট ছবি। তবে সুভাষ ঘাই পরিচালিত সিনেমাটির একটি গান ‘চোলি কে পিছে কেয়া হ্যায়’ ছিল বছরের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত গান।

ভারতীয় সংবাদমাধ্যম অনুযায়ী, গানের কথা ‘চোলি কে পিছে কেয়া হ্যায়’ নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক। অলকা ইয়াগনিক ও ইলা অরুণের গাওয়া এই গানকে অনেকেই নারীর প্রতি ‘আপত্তিকর’ ও ‘অশোভন’ বলে অভিযোগ তোলেন।

জানা যায়, বিতর্ক এতটাই তীব্র হয় যে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।

আদালত শেষ পর্যন্ত রায় দেন যে গানের কথায় কোনো আপত্তিকর বিষয় নেই। তবে তাতে বিতর্ক থামেনি। পরবর্তীকালে শিবসেনার প্রধান বাল ঠাকরে প্রকাশ্যে গানের পক্ষে অবস্থান নিয়ে বলেন, ‘এতে আপত্তিকর কিছু নেই, প্রতিবাদ বন্ধ করা হোক।’

তবু দূরদর্শন ও অল ইন্ডিয়া রেডিও নিজেদের সিদ্ধান্তে গানটি সম্প্রচারে নিষেধাজ্ঞা দেয়। ফলে গানটি সে সময় টিভি বা রেডিওতে শোনা যেত না।

নিষেধাজ্ঞা সত্ত্বেও ‘চোলি কে পিছে’ তখন থেকে আজ পর্যন্ত ভারতের অন্যতম জনপ্রিয় গান হয়ে আছে। সময়ের সঙ্গে এটি ‘কাল্ট ক্ল্যাসিক’–এ পরিণত হয়। ২০২৪ সালে কারিনা কাপুর, টাবু ও কৃতি শ্যানন অভিনীত ‘ক্রু’ ছবিতে ‘চোলি কে পিছে ২.০’ নতুন রূপে ফিরে আসে। এই সংস্করণ ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করা হলেও দর্শকের ব্যাপক ভালোবাসা পায়।

Related Articles

Back to top button