খুলনায় হোটেল কক্ষ থেকে যুবকের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক: খুলনায় সদর থানার সামনের স্টার হোটেল থেকে তৌহিদুর রহমান তুহিন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে হোটেলের চতুর্থ তলার একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
তুহিন খুলনা মহানগরের লবণচরা থানাধীন মতিয়াখালী পঞ্চম গলির বাসিন্দা এসএম এ খালেকের ছেলে। স্থানীয়ভাবে তিনি আওয়ামী লীগের ৩১ নম্বর ওয়ার্ডের নেতা হিসেবে পরিচিত ছিলেন, তবে দলীয় পদ সম্পর্কে কেউ নিশ্চিত করতে পারেননি।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সুদর্শন কুমার রায় জানান, শনিবার বিকালে তুহিন নিজেকে বিবাহিত পরিচয় দিয়ে সুমি নামের এক নারীকে নিয়ে হোটেলের ৪০১ নম্বর কক্ষে ওঠেন। কিছু সময় পর ওই নারী কক্ষ ছেড়ে বের হয়ে যান। তিনি কখন বের হয়েছেন তা হোটেল কর্তৃপক্ষ নিশ্চিত করতে পারেনি।
রোববার দুপুর থেকে কক্ষের ভেতরে কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যায় তাকে খুঁজতে গিয়ে দরজায় কড়া নাড়লেও ভেতর থেকে কোনো সাড়া মেলেনি। রাত সোয়া ৮টার দিকে পুলিশের উপস্থিতিতে হোটেল কর্তৃপক্ষ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তখন দেখা যায়, ফ্লোরে পড়ে আছেন তুহিন, মুখ দিয়ে ফেনা বের হচ্ছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হোটেলে যে নারী তুহিনের সঙ্গে উঠেছিলেন, তিনি পলাতক রয়েছেন। তার বিষয়ে অনুসন্ধান চলছে। দরজা ভেতর থেকে আটকানো থাকায় এটি হত্যা নাকি আত্মহত্যা—তদন্ত ছাড়া এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না।