সড়ক দুর্ঘটনায় মৃত্যুর গুঞ্জন, যা বললেন কাজল

অনলাইন ডেস্ক: দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল ২০১০ সালে রোহিত শেঠি পরিচালিত সিনেমা ‘সিঙ্ঘম’-এর বদৌলতে ব্যাপক পরিচিতি পান। এরপর তাকে পেছন ফেরে তাকাতে হয়নি। একের পর এক সিনেমা করে এগিয়ে গেছেন অভিনেত্রী। এই সময়ে এমন কোনো সিনেমাপ্রেমী নেই যে, তাকে চেনেন না।

এই পরিচিতি ও জনপ্রিয়তার যেমন ইতিবাচক দিক রয়েছে, ঠিক তেমনি নেতিবাচক দিকও রয়েছে। এবার তেমনি এক ঘটনা ঘটেছে অভিনেত্রীকে নিয়ে। হঠাৎই করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে তার মৃত্যুসংবাদ। খ্যাতির যে বি়ড়ম্বনা, এবার ভালোভাবে টের পেলেন কাজল আগরওয়াল।

জীবদ্দশায় ছড়িয়ে পড়ল অভিনেত্রীর মৃত্যুসংবাদ। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে দাবি করা হয়— সড়ক দুর্ঘটনায় কাজল আগরওয়ালের মৃত্যু হয়েছে। এরপর থেকেই শোকজ্ঞাপনের ঢল। প্রায় উপচে পড়তে থাকে শোকবার্তা।

কয়েক দিন ধরে এসব দেখে বিরক্ত হয়ে উঠেন অভিনেত্রী। এবার তিনি নিজেই নিজের বেঁচে থাকার সংবাদ দিলেন। সামাজিক মাধ্যমের একটি স্ট্যাটাসে কাজল আগরওয়াল লিখেছেন—আমাকে নিয়ে একটা ভিত্তিহীন খবর রটেছে। আমার নাকি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।

অভিনেত্রী বলেন, সত্যি বলতে কী— ব্যাপারটি ভীষণ মজার। কারণ এটি সম্পূর্ণ মিথ্যা। আপনাদের সবাইকে আশ্বস্ত করে বলছি— ঈশ্বরের কৃপায় আমি এখনো পুরোপুরি ভালো আছি, সুস্থ আছি। এবং নিরাপদে আছি। তিনি বলেন, সবার কাছে আর্জি— এ ধরনের ভুয়া খবর বিশ্বাস করবেন না। সদা ইতিবাচক থাকুন।

উল্লেখ্য, দুই বছর হয়েছে কাজল আগরওয়াল মা হয়েছেন। আপাতত অভিনয় থেকে দূরেই রয়েছেন তিনি। খুব শিগগির হয়তো আবার পর্দায় ফিরবেন অভিনেত্রী।

Related Articles

Back to top button