জমি নিয়ে বিরোধে কৃষককে হত্যা

অনলাইন ডেস্ক: কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে জমি সংক্রান্ত বিরোধের জেরে শামসুল আলম (৬০) নামে এক কৃষককে পা কেটে হত্যার অভিযোগ উঠেছে চাচাতো ভাইদের বিরুদ্ধে।

গতকাল সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে মাতারবাড়ি দক্ষিণ রাজঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শামসুল আলম ওই এলাকার মৃত আহমেদ মিয়ার ছেলে।

মাতারবাড়ি জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. হৃদয় সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী নুরশাদুল ইসলামসহ স্থানীয়রা জানান, হঠাৎ কান্নার আওয়াজ শুনে পুতুর বর বাড়িতে গিয়ে তারা শামসুল আলমকে রক্তাক্ত পড়ে থাকতে দেখেন। তার একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন ছিল। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাতারবাড়ি জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই নুরুল ইসলাম অভিযোগ করে বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে তাদের চাচাতো ভাই ইয়াকুব আলী, আব্দুল গণি, ইয়াকুব নবীসহ আরও কয়েকজন মিলে কুপিয়ে ও পা কেটে শামসুলকে হত্যা করেছে। দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

মহেশখালী থানার ওসি মো. মঞ্জুরুল হক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

Related Articles

Back to top button