খুলনায় যুবককে গলা কেটে হত্যা, গুলিবিদ্ধ আরেক যুবক    

অনলাইন ডেস্ক: খুলনায় আল আমিন (২৭) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৩ আগস্ট) রাত ৯ টার দিতে নগরীর মহেশ্বরপাশা বণিকপাড়া খানাবাড়ি সড়কে এ ঘটনা ঘটে।

এদিকে, দুর্বৃত্তের গুলিতে সোহেল (২৮) নামে আরও এক যুবক আহত হয়েছে। একই দিনে রাত পৌনে ৮ টার দিকে নগরী ২ নম্বর কাস্টম ঘাট এলাকার একটি সেলুনের সামনে এ ঘটনাটি ঘটে। আহত যুবক ওই এলাকার মনিরুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া স্বপন শিকদারের ছেলে।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, কালো রংয়ের একটি পালসার মোটরসাইকেলসহ গলাকাটা অবস্থায় এক যুবকের মরদেহ মহেশ্বরপাশা বণিকপাড়া খানাবাড়ির সমনে পড়ে ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। নিহত আল আমিন একজন মৎস্য ঘের ব্যবসায়ী।

তিনি বলেন, ধারলো অস্ত্র দিয়ে ওই যুবকের গলা কাটা হয়েছে। তবে দেহ থেকে মাথাটি বিচ্ছিন্ন না হলেও বিচ্ছিন্ন হওয়ার মতো। ওই যুবকের পরনে গেঞ্জি এবং প্যান্ট রয়েছে । আশপাশের সিসি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

অন্যদিকে খুলনা সদর থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, আহত সোহেল ২ নম্বর কাষ্টম ঘাটের নিজের বাড়ি থেকে বেরিয়ে একটি সেলুনের সামনে ছিল। হঠাৎ ৪ থেকে ৫টি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা সোহেলকে লক্ষ্য করে গুলি ছুড়লে একটি গুলি তার পেটে বিদ্ধ হয়। এ সময় সোহেল মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আবু তারেক বলেন, আহত যুবক স্থানীয় একটি সন্ত্রাসী গ্রুপের সদস্য। মাদক এবং টাকার লেনদেন নিয়ে ঘটনাটি ঘটতে পারে ধারণা করা হচ্ছে। সূত্র ও ছবি: দৈনিক ইত্তেফাক

Related Articles

Back to top button