বিদ্যুৎবিহীন বেকুটিয়া সেতু নিয়ে এলাকাবাসীর উদ্বেগ, দ্রুত মেরামতের দাবি

অনলাইন ডেস্ক: পিরোজপুরের কাউখালী প্রান্তে কঁচা নদীর উপর নির্মিত দেশের গুরুত্বপূর্ণ ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী বেকুটিয়া সেতুর প্রায় ৪০০ মিটার বৈদ্যুতিক তার চুরি হয়ে গেছে। এতে করে সেতুর প্রায় এক কিলোমিটার অংশে তিন দিন ধরে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে, ফলে চলাচলকারীরা পড়েছেন চরম ঝুঁকিতে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের বরাতে জানা গেছে, গত শুক্রবার (১৮ জুলাই) রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা সেতুর বৈদ্যুতিক সংযোগ বক্স থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে মাটির নিচে স্থাপিত মূল্যবান কেবলগুলো কেটে নিয়ে যায়। এর ফলে সেতুর কাউখালী প্রান্তের অর্ধেকের বেশি এলাকায় ল্যাম্প পোস্ট নিভে যায় এবং রাতের বেলায় পুরো অংশ অন্ধকারে ডুবে যায়।
সওজ-এর পিরোজপুর নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, চীনের নির্মাণ প্রতিষ্ঠান সেতুটির বিদ্যুৎ লাইন মাটির নিচ দিয়ে স্থাপন করেছিল। কেবলগুলো চুরি যাওয়ায় দ্রুত লাইন মেরামত করা সম্ভব হচ্ছে না। এটি ব্যয়বহুল এবং সময়সাপেক্ষ কাজ।
এদিকে স্থানীয়রা জানিয়েছেন, অন্ধকারে সেতু পারাপার এখন চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে রাতের বেলায় ছিনতাই ও ডাকাতির আশঙ্কা করছেন যাত্রী ও চালকেরা। ইতোমধ্যে ঘটনাটি নিয়ে এলাকার মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান জানান, চুরির ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। দোষীদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। সেই সঙ্গে সেতু এলাকায় টহল জোরদার করা হয়েছে যাতে করে সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারেন।
চীন সরকারের আর্থিক ও কারিগরি সহায়তায় নির্মিত ১.৪৭ কিলোমিটার দৈর্ঘ্যের বেকুটিয়া সেতুটি ২০২২ সালের ৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। এটি বরিশাল-খুলনা রুটে গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করেছে।