নিখোঁজের ২৪ ঘণ্টা পর বাসায় ফিরেছেন চিত্রনায়িকা প্রসূনের বাবা

অনলাইন ডেস্ক: অভিনয়শিল্পী প্রসূন আজাদের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বাবা আজাদ হোসেন নিখোঁজের ২৪ ঘন্টা পর শনিবার বিকালে বাসায় ফিরেছেন। এর আগে তার মেয়ে প্রসূন আজাদ ফেসবুক পোস্টে লিখেন, ‘আমার আব্বুকে কেউ রাস্তায় বা হাসপাতালে বা যেকোনো জায়গায় দেখলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। শুক্রবার বিকাল চারটা থেকে এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। মুঠোফোনও সঙ্গে নেয়নি।’

প্রসূন আজাদ ২০১২ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টারের প্রথম রানারআপ হওয়ার মাধ্যমে অভিনয়জগতে পা রাখেন। নাটক ও সিনেমায় নিয়মিত অভিনয়ের পর হঠাৎ করে অভিনয় থেকে বিরতি নেন। সর্বশেষ তার অভিনীত ‘পদ্মাপুরাণ’ সিনেমাটি গত বছর মুক্তি পায়। বর্তমানে তিনি সংসার আর সন্তানদের নিয়ে ব্যস্ত।

প্রসূনের মা শাহানা বেগমও একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা। মেয়ের ভাষ্য অনুযায়ী, পরিবার শুরুতে ভেবেছিল আজাদ হোসেন হয়তো নিজেই ফিরে আসবেন। কিন্তু সময় গড়ালেও কোনো সন্ধান না মেলায় থানায় অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবারটি।

এদিকে, শাজাহানপুর থানার ওসি মোঃ জাহাঙ্গীর আলম বলেন, শনিবার বিকালে আজাদ হোসেন মালিবাগের বাসায় ফিরেন। এসময় পুলিশের একটি টিম তার বক্তব্য নিয়েছে। তিনি পুলিশকে জানান যে পারিবারিক দ্বন্দে তিনি রাগ করে শুক্রবার বিকালে বাসা থেকে বের হয়ে যান। পরে তার মন ভাল হওয়ায় শনিবার বিকালে বাসায় ফিরেন।

Related Articles

Back to top button