একসঙ্গে মুক্তি পেল বাংলাদেশের ‘আলী’ ও নেপালের ‘মিসিং’

অনলাইন ডেস্ক: ঈদুল আজহায় মুক্তি পাওয়া কিছু সিনেমা এখনোও চলছে দেশের প্রেক্ষাগৃহে। এ সময়ের মধ্যে আর মুক্তি পায়নি নতুন কোনো সিনেমাও। অবশেষে সেই খরা কাটিয়ে শুক্রবার (১৯ জুলাই) একসঙ্গে মুক্তি পেল দুটি নতুন সিনেমা। একটি বাংলাদেশের, ইরফান সাজ্জাদ অভিনীত ও বিপ্লব হায়দার পরিচালিত ‘আলী’, অন্যটি নেপালি সিনেমা ‘মিসিং: কেটি হারায়েকো সূচনা’।

জানা গেছে, ‘আলী’ সিনেমাটি এখন প্রদর্শিত হচ্ছে রাজধানীর স্টার সিনেপ্লেক্স, সনি স্কয়ার, ব্লকবাস্টার সিনেমাস, কেরানীগঞ্জের লায়ন সিনেমা হলে। ইরফান সাজ্জাদ ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন প্রতিজ্ঞা, তাশদিক নমিরা আহমেদ, মিশা সওদাগর, কাজী হায়াৎ, শতাব্দী ওয়াদুদ ও শওকত সজল প্রমুখ।

ছবির মূল গল্প এগিয়েছে এক অটিজমে আক্রান্ত যুবক আলী ও তার বোনকে ঘিরে। ভাইবোনের সম্পর্ক, পারিবারিক মমতা, সংগ্রাম আর কিছু অ্যাকশন দৃশ্য একত্রে গড়ে তুলেছে সিনেমার আবহ।

অন্যদিকে, সাফটা চুক্তির আওতায় এদিন প্রথমবারের মতো বাংলাদেশে মুক্তি পেয়েছে নেপালের সিনেমা ‘মিসিং: কেটি হারায়েকো সূচনা’। এর বিনিময়ে নেপালে মুক্তি পেয়েছে বাংলাদেশের ছবি ‘ন ডরাই’।

দুটি ছবিই দর্শকদের দিচ্ছে আলাদা স্বাদের অভিজ্ঞতা- একদিকে হৃদয়স্পর্শী সম্পর্কের গল্প, অন্যদিকে রহস্য আর অনিশ্চয়তায় মোড়ানো এক নিখোঁজের কাহিনি।

Related Articles

Back to top button