তালাকের পর ২৫ কেজি দুধ দিয়ে গোসল তরুণের

অনলাইন ডেস্ক: গাইবান্ধার সাদুল্লাপুরে ব্যতিক্রমী এক ঘটনায় তালাকের পর ২৫ কেজি দুধ দিয়ে গোসল করেছেন হৃদয় মিয়া (২৫) নামের এক তরুণ। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার ইদিলপুর ইউনিয়নের তরফপাহাড়ী গ্রামের জমিদার বাজারে স্থানীয়দের উপস্থিতিতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এক বছর আগে হৃদয় মিয়া একই গ্রামের রিয়া মনিকে ২ লাখ ৮৫ হাজার টাকা মোহরানায় বিয়ে করেন। তবে বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে চলছিল নানামুখী কলহ ও মনোমালিন্য। অবশেষে উভয়পক্ষের সম্মতিতে বৃহস্পতিবার (১৭ জুলাই) তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। তালাকের সময় স্ত্রী পক্ষকে মোহরানা বাবদ পূর্ণ টাকা বুঝিয়ে দেন হৃদয়।

পরদিন তালাকের ‘আনুষ্ঠানিক পরিসমাপ্তি’র প্রতীক হিসেবে হৃদয় মিয়া স্থানীয় বাজারে ২৫ কেজি গরুর দুধ কিনে তা দিয়ে প্রকাশ্যে গোসল করেন। এ সময় উৎসুক জনতার ভিড় জমে যায় এলাকায়।

ঘটনা সম্পর্কে হৃদয় মিয়া বলেন, ‘বিয়ের পর থেকে নানা অশান্তি সহ্য করেছি। অনেক চেষ্টা করেও শান্তিপূর্ণ সংসার করা যায়নি। তাই নিজেকে শুদ্ধ করতে ও মানসিকভাবে নতুনভাবে শুরু করতে দুধ দিয়ে গোসল করেছি।’

এই ব্যতিক্রমী ঘটনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ ঘটনাকে ‘সামাজিক নাটক’ ও ‘অতিরঞ্জিত প্রতিক্রিয়া’ বললেও অনেকেই এটিকে মানসিক চাপ থেকে মুক্তির একধরনের প্রতীকী প্রচেষ্টা বলেও দেখছেন।

স্থানীয় প্রশাসনের কেউ এ বিষয়ে মন্তব্য করেননি। তবে বিষয়টি ঘিরে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।

Related Articles

Back to top button