যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া-মিলাদ

অনলাইন ডেস্ক: যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, দোয়া-মিলাদ ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

আগৈলঝাড়া প্রেস ক্লাবের উদ্যোগে মঙ্গলবার সকালে প্রেস ক্লাব কার্যালয়ে আগৈলঝাড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তর প্রতিনিধি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের কর্মময় জীবনের উপর আলোচনাসভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহাম্মেদ পান্না, সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন লাল্টু, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক শাহ মোহাাম্মাদ বখতিয়ার, আবুল মোল্লা, আগৈলঝাড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি সরদার হারুন রানা, কেএম আজাদ রহমান, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক এফএম নাজমুল রিপন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হেমায়েত তালুকদার, প্রেস ক্লাব সাবেক সাধারণ সম্পাদক মো. শামীমুল ইসলাম শামীম, সাংবাদিক প্রবীর বিশ্বাস ননী, স্বপন দাসসহ প্রমুখ। পরে দোয়া-মোনাজাত পরিচালনা করেন আব্দুল রহমান।

Related Articles

Back to top button