যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর পেটে লাথি, গর্ভের সন্তান নষ্ট হওয়ায় মামলা

অনলাইন ডেস্ক: সিরাজগঞ্জের সলঙ্গায় যৌতুকের টাকা না পেয়ে লাথি দিয়ে স্ত্রীর গর্ভের সন্তান নষ্ট করার অভিযোগ উঠেছে স্বামী সাগর আহম্মেদের বিরুদ্ধে।

গতকাল সোমবার (১৪ জুলাই) এ ঘটনায় স্ত্রী মোছা. সাথী খাতুন (২০) বাদী হয়ে তার স্বামীর বিরুদ্ধে সলঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে তিন লাখ টাকা কাবিনে সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের আগরপুর গ্রামের বাসিন্দা আব্দুল হান্নান আকন্দের মেয়ে মোছা. সাথী খাতুনের সঙ্গে একই গ্রামের আব্দুল আজিজের ছেলে সাগর আহম্মেদের বিয়ে হয়।

শুরুতে সংসার ভালোই চলছিল। তবে সাম্প্রতিক সময়ে সাগর আহম্মেদ তার বাবা-মায়ের প্ররোচনায় বিদেশে যাওয়ার উদ্দেশ্যে চার লাখ টাকা যৌতুক দাবি করে। সাথী খাতুন এতে রাজি না হলে তার উপর চলতে থাকে শারীরিক নির্যাতন। একপর্যায়ে সাগর তাকে তালাক দেওয়ার হুমকি দেয় এবং অন্য নারীকে বিয়ে করার কথাও জানায়।

এরই জেরে গত ৮ জুলাই কথা কাটাকাটির একপর্যায়ে সাগর আহম্মেদ সাথীর পেটে লাথি মারে এবং তাকে বিছানা থেকে ফেলে দেয়। এতে সাথী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে জানা যায়, তিন মাসের গর্ভবতী সাথীর গর্ভে থাকা সন্তানটি নষ্ট হয়ে গেছে।

চিকিৎসা শেষে থানায় লিখিত অভিযোগ করেন সাথী খাতুন। অভিযোগে সাগর আহম্মেদ ছাড়াও তার বাবা আব্দুল আজিজ এবং মা নূরজাহান বেগমকেও অভিযুক্ত করা হয়েছে। অভিযোগ দায়েরের পরপরই অভিযুক্তরা পালিয়ে যায়।

সাথী খাতুন জানান, যৌতুকের কারণে তাকে অমানবিক নির্যাতনের শিকার হতে হয়েছে এবং তার স্বামীর একাধিক নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে বলেও দাবি করেন তিনি।

যৌতুকের দাবিতে গৃহবধূর গর্ভের সন্তান নষ্ট করার ঘটনার বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, ‘আমরা এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Related Articles

Back to top button