লর্ডসে রোমাঞ্চ: শেষদিনে ভারতের প্রয়োজন ১৩৪ রান, ইংল্যান্ডের ৬ উইকেট

অনলাইন ডেস্ক: লর্ডস টেস্ট রীতিমতো রোমাঞ্চ ছড়াচ্ছে। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যেতে ভারতের প্রয়োজন মাত্র ১৩৪ রান, অন্যদিকে ইংল্যান্ডের দরকার ৬ উইকেট। এমন উত্তেজনাকর অবস্থায় সোমবার শেষ দিনে মাঠে নামবে দুদল।
গতকাল রোববার চতুর্থ দিন ছিল নাটকীয়তায় ঠাসা। ইংল্যান্ডকে তাদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৯২ রানে গুটিয়ে দেয় ভারত। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস শুরু করেছিল বিনা উইকেটে ২ রান নিয়ে। কিন্তু ওয়াশিংটন সুন্দরের স্পিন এবং জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও নীতিশ কুমার রেড্ডির পেস আক্রমণে ৬২.১ ওভারে ১৯২ রানেই থামে স্বাগতিকদের ইনিংস। সর্বোচ্চ ৪০ রান করেন জো রুট, বেন স্টোকস করেন ৩৩, হ্যারি ব্রুক ২৩ ও জ্যাক ক্রাউলি ২২ রান।
এতে জয়ের জন্য শুবমান গিলদের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৯৩ রান। শুরুতে সহজ লক্ষ্য মনে হলেও ইংল্যান্ডের পেস আক্রমণে ধসে পড়ে ভারতের টপ অর্ডার, মাত্র ৫৮ রানেই নেই চার উইকেট! খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। ইনিংসের মাত্র ৫ রানে যশস্বী জয়সওয়াল ফিরে যান শূন্য রানে। এরপর একে একে সাজঘরে ফেরেন করুন নাইর (১৪), অধিনায়ক শুবমান গিল (৬) ও নাইটওয়াচম্যান আকাশ দ্বীপ (১)।
শেষে আকাশ দ্বীপের উইকেট হারিয়ে ১৭.৪ ওভার শেষে দিনের খেলা শেষ করে ভারত। স্কোরবোর্ডে তখন ৪ উইকেটে ৫৮ রান।