মিটফোর্ডে হাসপাতালের বাইরে যাওয়ার সুযোগ ছিল না আনসারদের: ডিজি

অনলাইন ডেস্ক: পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগের (৩৯) নৃশংস হত্যাকাণ্ডে আনসার সদস্যদের দায়িত্ব পালনে কোনো অবহেলা বা দায় ছিল না বলে জানিয়েছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

গতকাল রোববার খিলগাঁও সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে মহাপরিচালক সাজ্জাদ মাহমুদ বলেন, ঘটনার দিন আনসার সদস্যরা হাসপাতালের রোস্টার (নির্ধারিত সময়সূচি) অনুযায়ী দায়িত্ব পালন করেছিলেন। তাঁদের গেটের বাইরে গিয়ে স্বতঃপ্রণোদিতভাবে দায়িত্ব পালনের সুযোগ ছিল না।

মহাপরিচালক বলেন, সোহাগ হত্যাকাণ্ড বিকেল ৫টা ৫০ মিনিটে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ৩ নম্বর গেটে সংঘটিত হয়। ওই সময় রোস্টারের বাইরে গেটে আনসার সদস্যদের কোনো দায়িত্ব ছিল না। হাসপাতাল কর্তৃপক্ষও গেটের বাইরে আনসার সদস্যদের যাওয়ার অনুমতি দেয়নি। তাই আনসার সদস্যদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ ভিত্তিহীন।

মহাপরিচালক আরও বলেন, ঘটনাস্থলে শত শত লোক উপস্থিত ছিলেন। কেউ আনসার ক্যাম্পে বা প্লাটুন কমান্ডারকে খবর দেননি। পরে কমান্ডার ঘটনাস্থলে এসে দেখেন ভুক্তভোগী গুরুতর আহত অবস্থায় রয়েছেন। তখন তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন।

হাসপাতালের নিরাপত্তাব্যবস্থা ও আনসার সদস্যদের দায়িত্ব নির্ধারণের সম্পূর্ণ কর্তৃত্ব হাসপাতাল কর্তৃপক্ষের জানিয়ে মহাপরিচালক বলেন, তাদের নির্দেশনা অনুযায়ীই আনসার সদস্যরা দায়িত্ব পালন করে থাকেন।

মহাপরিচালক বলেন, আনসার সদস্যদের রোস্টার অনুযায়ী ডিউটি না থাকায় ঘটনার সময় তাঁরা সেখানে উপস্থিত ছিলেন না। আর কর্তৃপক্ষের নির্দেশনা না থাকায় স্বতঃপ্রণোদিতভাবে গেটের বাইরে যাওয়ার সুযোগও তাঁদের ছিল না। তাই দায়িত্বে অবহেলার দাবি ভিত্তিহীন।

মহাপরিচালক এই মর্মান্তিক ঘটনায় নিহত সোহাগের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Related Articles

Back to top button