আত্মগোপনে সাবেক এমপি ও চেয়ারম্যান, বাড়ির ফটকে ঝুলছে দুদকের নোটিশ

অনলাইন ডেস্ক: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সোনাইকুন্ড গ্রামে সাবেক সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী ও তার ছোট ভাই সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বুলবুল আহামেদ টোকেন চৌধুরীর বাড়ির ফটকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে।

গতকাল বুধবার (৯ জুলাই) কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সাইদুর রহমানের নেতৃত্বে দুদকের একটি দল সরাসরি তাদের বাড়িতে গিয়ে এই নোটিশ ঝুলিয়ে দেয়। এতে ২১ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ফরমে সম্পদের হিসাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও গোপনের গুরুতর অভিযোগ রয়েছে। এই বিষয়ে দুদকের পক্ষ থেকে অনুসন্ধান চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নোটিশ জারির পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। একইসঙ্গে ৫ জুলাইয়ের পর থেকেই তারা উভয়ে এলাকায় অনুপস্থিত এবং বর্তমানে আত্মগোপনে রয়েছেন।

সাবেক এমপি রেজাউল হক চৌধুরী ২০১৪ ও ২০২৪ সালে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। তার ছোট ভাই বুলবুল আহামেদ টোকেন চৌধুরী দৌলতপুর উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

এর আগে গত ৩০ জুন আদালতের আদেশে তাদের ১৪টি ব্যাংক হিসাব জব্দ করা হয়।

দুদকের উপসহকারী পরিচালক সাইদুর রহমান জানান, তারা বাড়িতে না থাকায় প্রধান ফটকে নোটিশ দুটি ঝুলিয়ে রাখা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী না দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Back to top button