সমাজকল্যাণ মন্ত্রণালয়

সরকারি বরাদ্দে নতুন নজির সহায়তা পেলো ২ হাজার ৯৪ যৌনকর্মী

অনলাইন ডেস্ক: মোট ২ হাজার ৯৪ জন যৌনকর্মী প্রত্যেকে ১০ হাজার টাকা করে সরকারি সহায়তা পেয়েছেন। তাদের জন্য মোট ২ কোটি ৯ লাখ ৪০ হাজার টাকা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তহবিল থেকে বরাদ্দ দেওয়া হয়েছে। গত ১ জুন এ বরাদ্দের চেক যৌনকর্মীদের সংগঠন ‘সংহতি’র সভাপ্রধান ও নারীপক্ষের প্রতিনিধির হাতে তুলে দেন মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

গতকাল বুধবার (৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংহতির সভাপতি ও নারীপক্ষের সদস্য মাহবুবা মাহমুদ লীনা এ তথ্য জানান।

জানা গেছে, যৌনকর্মীদের মানবাধিকার রক্ষায় কাজ করে এমন বিভিন্ন সংগঠনের যৌথ প্ল্যাটফর্ম ‘সংহতি’র আবেদনের পরিপ্রেক্ষিতে এ বরাদ্দ দেওয়া হয়। এর আগে ২০২৪ সালের ২২ আগস্ট যৌনকর্মীদের একটি দল ‘সংহতি’র প্রতিনিধিদের সঙ্গে নিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর যৌনকর্মীদের নামে ব্যাংক হিসাব খোলার প্রক্রিয়া শুরু হয়।

গত মঙ্গলবার (৮ জুলাই) নারীপক্ষ ও ‘সেক্স ওয়ার্কার্স নেটওয়ার্ক’-এর নেতৃবৃন্দের উপস্থিতিতে সংহতির সচিবালয়ে এই সরকারি সহায়তার চেক বিতরণ কার্যক্রম শুরু হয়। বর্তমানে ব্যাংক হিসাব অনুযায়ী ধাপে ধাপে বিতরণ চলমান রয়েছে।

এই সহায়তার বিষয়ে ‘সংহতি’ ও ‘নারীপক্ষ’ যৌনকর্মীদের প্রতি রাষ্ট্রের ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রশংসা জানিয়েছে। সংহতির পক্ষ থেকে জানানো হয়, এই সহায়তা কেবল আর্থিক নয়, এটি যৌনকর্মীদের অধিকার ও মর্যাদাকে স্বীকৃতি দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

বিবৃতিতে মাহবুবা মাহমুদ লীনা বলেন, “যৌনকর্মীদের নিয়ে প্রতিটি দায়িত্বশীল উদ্যোগই সমাজে একটি ইতিবাচক বার্তা দেয়। আমরা বিশ্বাস করি—রাষ্ট্র, সিভিল সোসাইটি ও মিডিয়ার সমন্বিত প্রচেষ্টায় যৌনকর্মীদের মর্যাদা ও ন্যায্য অধিকার রক্ষা সম্ভব।”

Related Articles

Back to top button