কেন্দ্রীয় নেতাকে মারধরের দায়ে ছাত্রদলের ৪ জনকে বহিষ্কার

অনলাইন ডেস্ক: পঞ্চগড়ের বোদা উপজেলায় কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মাসুদ রানা রিয়াজকে মারধরের ঘটনায় ছাত্রদলের চার নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।
গতকাল সোমবার (৭ জুলাই) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বোদা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জীবন সরকার, বোদা পৌর ছাত্রদলের সভাপতি নাজমুল ইমন, সাকোয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. আশিক এবং যুগ্ম আহ্বায়ক জসিম ইসলামকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া, দলীয়ভাবে তাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ বা সম্পর্ক না রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
গত রোববার (৬ জুলাই) বিকেলে ছাত্রদলের সহ-সভাপতি মাসুদ রানা রিয়াজ দেবীগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে বোদা উপজেলার সাকোয়া বাজারে যান সাবেক এমপি মোজাহার হোসেনের কবর জিয়ারতের উদ্দেশে। সেখানে পৌঁছালে কয়েকজন তার ওপর হামলা চালায় বলে জানা গেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।
জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক বলেন, ভিডিওতে বহিষ্কৃতদের সরাসরি উপস্থিতি দেখা না গেলেও হামলার ঘটনার পর তাদের বহিষ্কার করা হয়। আমরা এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানাই।
ভুক্তভোগী কেন্দ্রীয় নেতা মাসুদ রানা রিয়াজ বলেন, কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে। আমি এ বিষয়ে আর কিছু বলতে চাই না।
অন্যদিকে, বহিষ্কৃত ছাত্রদল নেতা জীবন সরকার বলেন, মাসুদ রানা রিয়াজ ভাই সাকোয়ায় এসেছেন, তা আমাদের জানা ছিল না। আমরা তার ওপর হামলার সঙ্গে জড়িত নই। কিন্তু হঠাৎ করে বহিষ্কারের সিদ্ধান্তে আমরা হতবাক।