ভোলায় ধর্ষণ মামলার ২৪ ঘণ্টার মধ্যে দুই আসামি গ্রেফতার

অনলাইন ডেস্ক: ভোলার তজুমদ্দিন উপজেলায় সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার ২৪ ঘণ্টার মধ্যে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে লালমোহন ও বোরহানউদ্দিন উপজেলার দুটি চর এলাকা থেকে তাদের আটক করা হয়।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মহব্বত খান জানান, লালমোহনের চর কচুয়া থেকে রাসেল ও বোরহানউদ্দিন উপজেলার চর লতিফ থেকে গিয়াস উদ্দিনকে আটক করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শামিম, এসআই মিঠুন বালা, এসআই জসিমের নেতৃত্বে দুটি চৌকস টিম অভিযানে অংশ নেয়।

ভুক্তভোগী নারী অভিযোগ করেন, ঈদের তিনদিন পর ১০ জুন রাতে টয়লেটে যাওয়ার সময় রাসেল ও গিয়াস তাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং মোবাইলে ভিডিও ধারণ করে। এরপর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভয়ভীতি ও চাঁদাবাজি শুরু করে। তিনি আরও জানান, অভিযুক্তরা সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা ইব্রাহিম হাওলাদারের ছত্রচ্ছায়ায় এলাকায় ত্রাস সৃষ্টি করছিল।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, অভিযুক্তদের প্রভাবের কারণে এতদিন কেউ মুখ খোলার সাহস পাননি। তবে গডফাদার ইব্রাহিম হাওলাদার দল থেকে বহিষ্কৃত হওয়ার পর সাহস করে থানায় অভিযোগ করেন তিনি ও তার ভাই। প্রথমে মৌখিক অভিযোগের পর, রোববার রাতে থানায় মামলা রেকর্ড করা হয়।

দ্রুত আসামিদের গ্রেফতারে স্বস্তি প্রকাশ করেছেন মামলার বাদী মো. জোটন। সূত্র ও ছবি: দৈনিক যুগান্তর

Related Articles

Back to top button