পারিবারিক বিরোধে দুই সন্তানসহ দম্পতির আত্মহত্যা, চিরকুটে দায় দিলেন ভাই ও মাকে

অনলা্ইন ডেস্ক: ভারতের রাজস্থানে পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই শিশুসন্তানসহ এক দম্পতি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। রাজ্যের বারমার জেলায় মঙ্গলবার রাতে ঘটে এ মর্মান্তিক ঘটনা। বুধবার সকালে জলাধার থেকে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃতরা হলেন- শিবলাল মেঘওয়াল (৩৫), তাঁর স্ত্রী কবিতা (৩২), এবং তাঁদের দুই ছেলে বজরং (৯) ও রামদেব (৮)। পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাড়িতে পরিবারের অন্য সদস্যরা অনুপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে শিবলাল ও কবিতা ছোট ছেলে রামদেবকে মেয়েদের পোশাক ও মাথায় ওড়না পরিয়ে সাজিয়ে দেন, এমনকি চোখে কাজলও দেন। পরে কবিতা, তাঁর স্বামী ও দুই ছেলে মিলে বাড়ি থেকে মাত্র ২০ মিটার দূরের একটি জলাধারে ঝাঁপ দেন। পরদিন বুধবার ভোরে স্থানীয়দের উপস্থিতিতে চারটি মরদেহ উদ্ধার করা হয়।

ডেপুটি পুলিশ সুপার (ডিএসপি) মানোরমা গর্গ জানান, বাড়ি থেকে উদ্ধার হওয়া একটি সুইসাইড নোটে তিনজনের নাম উল্লেখ করে তাদের আত্মহত্যার জন্য দায়ী করা হয়েছে। চিরকুটটি শিবলালের লেখা বলে ধারণা করা হচ্ছে।

চিঠিতে উল্লেখ রয়েছে, শিবলালের ভাই ও মা দীর্ঘদিন ধরে যৌথ মালিকানার জমি ও বাড়ি নিয়ে বিরোধে লিপ্ত ছিলেন। তিনি আলাদা বাড়ি নির্মাণে প্রধানমন্ত্রীর আবাসন প্রকল্প থেকে অর্থ সহায়তা পেয়েছিলেন, কিন্তু মা ও ভাই এতে বাধা দেন। ফলে মানসিক চাপে পড়ে তিনি আত্মহননের সিদ্ধান্ত নেন। চিঠিতে আরও অনুরোধ করা হয়েছে, পরিবারটির অন্ত্যেষ্টিক্রিয়া যেন বাড়ির সামনেই সম্পন্ন করা হয়।

কবিতার চাচা পিটিআইকে বলেন, শিবলাল সরকারি অর্থে আলাদা ঘর তৈরি করতে চেয়েছিলেন। কিন্তু তাঁর মা ও ভাই বাধা দেন। বছরের পর বছর ধরে চলে আসা হয়রানির কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

পুলিশ জানিয়েছে, পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে।

Related Articles

Back to top button