নোয়াখালীতে আওয়ামী লীগ নেতার মাকে কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অনলাইন ডেস্ক্: নোয়াখালীর কবিরহাটে ঘরে ঢুকে এক বৃদ্ধ নারীকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। এসময় তারা লুট করেছে চার ভরি স্বর্ণালংকার ও সাড়ে তিন লাখ টাকা। গত মঙ্গলবার (০১ জুলাই) সন্ধ্যায় উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের জগদানন্দ গ্রামে এ ঘটনা ঘটে।

আহত হোসনে আরা বেগম (৭০) স্থানীয় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ কামাল খানের মা। কামাল খান উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এবং ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।

আহতের আরেক ছেলে মাইন উদ্দিন জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মা একাই ঘরে ছিলেন। সেই সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তার মায়ের মাথায় তিনটি কোপ দেয়। এরপর কানে থাকা স্বর্ণালংকার ছিঁড়ে নেয় এবং ঘরের বিছানার নিচে রাখা নগদ সাড়ে তিন লাখ টাকা লুট করে পালিয়ে যায়।

হোসনে আরার নাতি সালমান রক্তাক্ত অবস্থায় দাদি‌কে অচেতন পড়ে থাকতে দেখে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন। পরে তাকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

আহতের ছেলে মাইন উদ্দিন বলেন, এটি শুধুই চুরি নয়, পরিকল্পিত ডাকাতি। আমার মা সবসময় স্বর্ণালংকার পরতেন। তাকে যেভাবে কোপানো হয়েছে, তা বর্বরতা।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লুট করতে এসে দুর্বৃত্তরা চেনা পড়ে যাওয়ার ভয়ে হামলা চালিয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।

Related Articles

Back to top button