জুলাই বিপ্লব নিয়ে কটূক্তির জেরে পুলিশ সদস্য ক্লোজড, মহাসড়ক অবরোধ

অনলাইন ডেস্ক: কুষ্টিয়ায় ফেসবুকে জুলাই বিপ্লব নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে এক ট্রাফিক পুলিশ সদস্যের বিরুদ্ধে। এর প্রতিবাদ ও তার শাস্তির দাবিতে মঙ্গলবার (১ জুলাই) রাত ৯টার দিকে কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন কুষ্টিয়ার কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
পরে রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত পুলিশ লাইনস সংলগ্ন কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করেন। তীব্র আন্দোলনের মুখে অভিযুক্ত পুলিশ কনস্টেবল ফারজুল ইসলামকে ক্লোজড করা হয়েছে। এছাড়া একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জানা যায়, কুষ্টিয়া জেলা পুলিশের আওতায় ট্রাফিক পুলিশের কনস্টেবল ফারজুল ইসলাম তার ফেসবুক আইডিতে জুলাই আন্দোলন নিয়ে কটূক্তি করেন। বিষয়টি তাৎক্ষণিক সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ঘটনার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র নেতারা বিক্ষোভে ফেটে পড়েন। পরে তারা সড়ক অবরোধ করে ব্যারিকেড সৃষ্টি করে। এ সময় সড়কের উভয় পাশে অসংখ্য যানবাহন আটকে থাকে। ওই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করে আইনের আওতায় দাবি জানান বিক্ষুব্ধরা।
এদিকে জেলা পুলিশের ফেসবুক আইডিতে জানানো হয়েছে, জুলাই আন্দোলন বিরোধী মন্তব্য করায় জেলা পুলিশ ট্রাফিক পুলিশের কনস্টেবল ফারজুল ইসলামের ছুটি বাতিল করে পুলিশ লাইসেন্স সংযুক্ত করা হয়েছে। এছাড়া তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, অভিযুক্ত পুলিশ সদস্য ছুটিতে ছিলেন। তার ছুটি বাতিল করে তাকে কুষ্টিয়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি ঘটনাটি তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।