খুলনায় ছাত্রলীগ নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ

অনলাইন ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের খুলনা আলিয়া মাদ্রাসা শাখার সভাপতি মো. রফিকুল ইসলামকে মারধরের পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

সোমবার (৩০ জুন) রাত ৯টার দিকে সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

খুলনা আলিয়া মাদ্রাসায় ছাত্রলীগের সভাপতি থাকা অবস্থায় শিক্ষার্থীদের উপর নির্যাতনসহ নানা অভিযোগ রয়েছে রফিকুল ইসলামের বিরুদ্ধে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ৫ আগস্টের পর থেকে পলাতক ছিল ছাত্রলীগের এই নেতা। সোমবার সন্ধ্যার পর সুন্দরবন কলেজ এলাকায় তাকে দেখতে পায় স্থানীয়রা। পরে তাকে আটকে মারধর করে খুলনা আলিয়া মাদ্রাসায় নিয়ে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে তাকে পুলিশের হাতে তুলে দেয়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম হোসেন বলেন, আলিয়া মাদ্রাসা ছাত্রলীগের সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে। বিক্ষুব্ধ জনতা তাকে আটক করে পুলিশের হাতে হস্তান্তর করেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

Related Articles

Back to top button