মুঠোফোনে ধরা পড়ল আকাশের রহস্যময় বস্তু

অনলাইন ডেস্ক: বাড়ির উঠানে বড় টাবভর্তি উষ্ণ পানিতে গা ভিজিয়ে আরাম করে শুয়ে ছিলেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের পেমব্রোকের বাসিন্দা কোলিন। তখন রাত ৯টা হবে, হঠাৎ দেখতে পান, আকাশে রহস্যময় একটি বস্তু ভেসে বেড়াচ্ছে। সঙ্গে সঙ্গে সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করেন তিনি।

পরে স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে কোলিন বলেন, ‘আমি হট টাবে আরাম করছিলাম। হঠাৎ আকাশের দিকে তাকিয়ে দেখি, ছোট্ট কিছু একটা ভেসে বেড়াচ্ছে। আমার মনে হলো, ওটা আসলে কী?’

বস্তুটি কেমন দেখতে ছিল—প্রশ্নের জবাবে কোলিন বলেন, ‘ওটা দেখে মনে হচ্ছিল, যেন আগুনে কিছু একটা জ্বলছিল বা এমন কিছু, আর খুব দ্রুত নিচে নেমে আসছিল। আমি সত্যিই বুঝতে পারছিলাম না, ওটা আসলে কী হতে পারে।’

নিজের চোখে যা দেখছেন, তা বিশ্বাস করতে পারছিলেন না কোলিন। সঙ্গে সঙ্গে নিজের মুঠোফোন বের করে সে দৃশ্য ধারণ করা শুরু করেন তিনি। কোলিনের মুঠোফোনে ধারণ করা ভিডিও স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে প্রচার করা হয়েছে।

ভিডিওটি নিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) বলেছে, ওই এলাকায় কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। তবে সংস্থাটি ভিডিওটির বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

কোলিন বলেন, ‘আমি হঠাৎ আকাশের দিকে তাকালাম, তখনই আমার হৃৎস্পন্দন বেড়ে যায়। ভাবলাম, ঈশ্বর, এখন কী ঘটতে চলেছে?’

কোলিন মনে মনে কোনো কিছু ছুটে আসার বিকট আওয়াজ পাওয়া বা বিস্ফোরণের শব্দের আশঙ্কা করছিলেন। কারণ, সেটি দ্রুত বেড়ে নিচে নেমে আসছিল। কিন্তু তাঁকে হতবাক করে দিয়ে বস্তুটি একসময় নীরবে চোখের আড়ালে চলে যায়।

কোনো শব্দই পাননি জানিয়ে কোলিন বলেন, ‘সবকিছু এতটাই শান্ত ছিল! কোনো শব্দই পাওয়া যায়নি। আর সেটাই আমাকে আরও বেশি বিভ্রান্ত করেছে। কারণ, সাধারণত যখন কিছু উড়ে যায়, তখন তার আওয়াজ শোনা যায়।’

রহস্যময় বস্তুটি কী ছিল, তা এখনো জানা যায়নি।

Related Articles

Back to top button