বাবার মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে গেল প্রাণ কলেজছাত্রীর

অনলাইন ডেস্ক: বাবার মোটরসাইকেলে চড়ে কলেজে যাওয়ার পথে চাকায় বোরকার ওড়না পেঁচিয়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে।
গতকাল রোববার (২২ জুন) সকালে নোয়াখালী হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছাত্রীর নাম ইশরাত জাহান শান্তা। তিনি হাতিয়া ডিগ্রি কলেজের মানবিক একাদশ শ্রেণির ছাত্রী এবং জাহাজমারা ইউনিয়নের নতুন সুখচর গ্রামের পল্লী চিকিৎসক মো. আরিফ উদ্দিনের মেয়ে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার সকালে বাবার মোটরসাইকেলে চেপে বাড়ি থেকে বেরিয়েছিলেন শান্তা। এদিন শান্তার একাদশ শ্রেণির শেষ পরীক্ষা ছিল। বাবার পেছনে বসে যাওয়ার সময় ওড়না বাতাসে উড়ছিল। সেটি খেয়াল করেননি। কিছু দূর যেতেই পেছনের চাকায় পেঁচিয়ে যায় ওড়না। এক পর্যায়ে তিনি রাস্তা ছিটকে পড়ে গুরুতর আহত হন। তারপর উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখান থেকে তাকে রেফার্ড ঢাকায় করা হয়। ঢাকায় নেওয়ার পথে প্রাণ হারান তিনি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা (স্যাকমো) মো. শামীম জানান, মোটরসাইকেল থেকে পড়ে কলেজছাত্রীর মাথায় গুরুতর জখম হয়। এ ছাড়া তার ওড়না পেঁচিয়ে যাওয়ায় গলাতে ফাঁসের মতো চিহ্ন ছিল। হাসপাতালে আনার পরপরই তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
শান্তার চাচা মো. আশরাফ জানান, আশঙ্কাজনকভাবে তাকে ঢাকা নেওয়ার জন্য নদী পেরিয়ে চেয়ারম্যানঘাট পৌঁছালে শান্তার মৃত্যু হয়। পরে শান্তার মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। তিনি জানান, মেয়ের মৃত্যুতে তার ভাই অনেকটা বাকশক্তি হারিয়ে ফেলেছেন। তিনি সবার সঙ্গে অস্বাভাবিক আচরণ করছেন।
জানতে চাইলে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা গণমাধ্যমকে বলেন, ঘটনাটি শুনেছি। তবে পরিবারের পক্ষ থেকে কেউ বিষয়টি থানায় অবহিত করেনি।