কানাডার বাংলাদেশি কমিউনিটির সঙ্গে ডলি বেগম এমপিপির মতবিনিময়
অনলাইন ডেস্ক: কানাডার বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মতবিনিময় করেছেন দেশটির বাংলাদেশি বংশোদ্ভূত একমাত্র নির্বাচিত জনপ্রতিনিধি ডলি বেগম এমপিপি।
শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় ডেনফোর্থ রোডের বিডি ফিউশন রেস্তোরায় এই সভা করা হয়। এতে কানাডার বাংলাদেশি প্রবাসীরা আগামী যে কোনো নির্বাচনে ডলি বেগমকে নিঃশর্ত সমর্থন জানানোর প্রতিশ্রুতি দেন।
প্রধানমন্ত্রীর পদ থেকে জাস্টিন ট্রুডোর পদত্যাগের ঘোষণা এবং উদ্ভূত পরিস্থিতিতে অন্টারিও প্রভিন্সেও আগাম নির্বাচনের সম্ভাবনা দেখা দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ডলি বেগম এমপিপি কমিউনিটির সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় ডলি বেগম আগামী নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করে বাংলাদেশি কমিউনিটির সার্বিক সহযোগিতা কামনা করেন।
প্রসঙ্গত, ডলি বেগম পর পর দুইবার অন্টারিও প্রভিন্সিয়াল পার্লামেন্টে বিজয়ী হন এবং তৃতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন। তিনি অন্টারিও প্রভিন্সিয়াল পার্লামেন্টে বিরোধী দলীয় উপনেতা হিসেবে দায়িত্ব পালন করছেন।
সভায় কমিউনিটি নেতারা ডলি বেগমের কর্মতৎপরতা বিবরণ তুলে ধরে বলেন- ডলি বেগম কানাডার মূলধারার রাজনীতিতে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। আগামী যে কোনো নির্বাচনেই কমিউনিটি ডলি বেগমের পাশে থাকবে বলে বক্তারা উল্লেখ করেন। ডলি বেগমের কনস্টিটিউয়েন্সি অফিসের কর্মকর্তা ফায়েজুল করীম সভা পরিচালনা করেন।