ম্যাজিস্ট্রেটের গাড়ির চাকায় পিষ্ট মাহবুবের পরিবারের পাশে তারেক রহমান

অনলাইন ডেস্ক: জুলাই বিপ্লবে ম্যাজিস্ট্রেটের গাড়ির চাকায় পিষ্ট হয়ে নিহত মাহবুব আলমের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গতকাল রোববার (১২ জানুয়ারি) শেরপুর সদর উপজেলার তারাগর কান্দাপাড়ায় মাহবুবের পরিবারের সাথে দেখা করেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মাহবুবের পরিবারের সঙ্গে দেখা করতে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে মাহবুবের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

গত বছরের ৪ আগস্ট ছেলের নিহতের ঘটনা বর্ণনা করতে গিয়ে মাহবুবের মা মোসাম্মত মাহফুজা খাতুন কান্নায় ভেঙে পড়েন। এসময় উপস্থিত ছিলেন যুবদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা জাহাঙ্গীর হোসেন, ডা. খন্দকার মাহবুব আলম।

গত বছরের ৪ আগষ্ট বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মসূচি পালনকালে ম্যাজিস্ট্রেটের গাড়ির চাকার নীচে পিষ্ট হয়ে নিহত হন শেরপুর সরকারি কলেজের অনার্সের ছাত্র মোহাম্মদ মাহবুব আলম।

Related Articles

Back to top button