অনলাইন ডেস্ক: বাংলাদেশ উন্মুক্ত বিশ্বদ্যিালয়ের ওপেন স্কুল পরিচালিত এইচএসসি (নিশ-১) পরীক্ষা- ২০২৪ এর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। রোববার বিকেলে পরীক্ষা নিয়ন্ত্রক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ওবায়দুল ইসলামের নিকট আনুষ্ঠানিকভাবে এ ফলাফল হস্তান্তর করেন।
বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর জন্য নির্ধারিত এইচএসসি (নিশ-১) প্রোগ্রামের চূড়ান্ত পরীক্ষায় ২ হাজার ৬শত ৫৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেন। এর মধ্যে ২ হাজার ২শত ৭৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। শিক্ষার্থীদের মধ্যে ১৩ জন এ+, ৪৯৭ জন এ, ৮৩৯ জন এ-, ৭৫০ জন বি, ১৭৪ জন সি গ্রেডে উত্তীর্ণ হয়।
ভাইস চ্যান্সেলর কর্তৃক এ ফলাফল ঘোষণাকালে প্রো- ভাইস চ্যান্সেলর (শিক্ষা) প্রফেসর ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, ওপেন স্কুলের ডিন অধ্যাপক ড. শিরিন সুলতানা, অধ্যাপক ড. ইকবাল হুসাইন ও সামজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের সহযোগী অধ্যাপক খান মোঃ মনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন। এ ফলাফল বাউবির ওয়েবসাইট www.bou.ac.bd থেকে জানা যাবে।