ফিরছে হ্যারি পটার, প্রথম ঝলকেই মুগ্ধ ভক্তরা

অনলাইন ডেস্ক: দীর্ঘ বছর ধরে অপেক্ষায় আছে হ্যারি পটার ভক্তরা। অবশেষে নতুন করে ফিরছে ছোট্ট হ্যারি। ইতোমধ্যেই ‘এক্সপেলিয়ারমাস’ বলে মন জয় করে নিচ্ছে অনুরাগীদের। এইচবিও’র বহুল প্রতীক্ষিত অরিজিনাল সিরিজ ‘হ্যারি পটার’এর নির্মাতারা সোমবার (১৪ জুলাই) প্রকাশ করলেন সিরিজের প্রধান চরিত্রে ডমিনিক ম্যাকলাফলিনের প্রথম ঝলক।

ভ্যারাইটির প্রতিবেদন থেকে জানা যায়, হগওয়ার্টসের ইউনিফর্ম পরে পটার ভক্তদের মুগ্ধ করেছে ডমিনিক। ছবির ক্যাপশনে লেখা, প্রথম বর্ষ, এগিয়ে যাও। এইচবিও অরিজিনাল হ্যারি পটার সিরিজ এখন প্রোডাকশনে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট হওয়ার পরপরই ভাইরাল হয়ে যায়, আর ভক্তদের প্রতিক্রিয়ায় ভরে ওঠে নেট দুনিয়া।

প্রথমে কাস্টিং নিয়ে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া থাকলেও, হ্যারি পটার হিসেবে ডমিনিক ম্যাকলাফলিনের এই প্রথম ঝলক অনেক সমালোচনাকে থামিয়ে দিয়েছে। একজন ভক্ত লিখেছেন, ওকে দারুণ লাগছে হ্যারি চরিত্রে। আরেকজন মন্তব্য করেন, এ যেন ঠিক বইয়ের কভারে থাকা হ্যারির মতো! শুভকামনা তার জন্য।

গত মে মাসে ডমিনিক ম্যাকলাফলিনকে হ্যারি পটার চরিত্রে ঘোষণা করা হয়। সঙ্গে হারমায়োনি গ্রেঞ্জার চরিত্রে আরাবেলা স্ট্যানটন এবং রন উইজলি হয়ে আসছে আলাস্টার স্টাউট। কাস্টিং ঘোষণার পর বিশ্বজুড়ে শুরু হয় আলোচনা-সমালোচনা, তবে এই নতুন ছবির পর অনেকে স্বস্তি প্রকাশ করেছেন।

সিরিজটি জে.কে. রাওলিংয়ের হ্যারি পটার বইগুলোর রূপান্তর হিসেবে নির্মিত হবে। প্রতি সিজনে এক একটি বইয়ের কাহিনি তুলে ধরা হবে।অন্যদিকে, সিরিজটির বাকি তারকাদের তালিকাও চমকপ্রদ। অস্কার মনোনীত জন লিথগো থাকছেন ডাম্বলডোরের ভূমিকায়, পাপা এসসিয়েডু হবেন স্নেইপ, জ্যানেট ম্যাকটিয়ার ম্যাকগনাগল, নিক ফ্রস্ট হ্যাগ্রিড, লুক থ্যালন কোয়েরেল এবং পল হোয়াইটহাউস থাকছেন ফিলচ চরিত্রে।সিরিজটি অফিশিয়াল মুক্তির তারিখ এখনো জানানো হয়নি, তবে শুটিং ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন পরবর্তী ঝলকের জন্য।

Related Articles

Back to top button