নোয়াখালী হাসপাতাল থেকে ৭ দালাল আটক

অনলাইন ডেস্ক: চিকিৎসা নিতে এসে দীর্ঘদিন ধরে দালালদের খপ্পরে পড়ে ভোগান্তি পোহাচ্ছেন রোগীরা। এমন পরিস্থিতি চলমান থাকায় অবশেষে নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে র‌্যাব বিশেষ অভিযান চালিয়ে ৭ দালালকে আটক করেছে।

গতকাল রোববার (২১ সেপ্টেম্বর) সকালে র‌্যাব-১১, সিপিসি-৩ এর একটি দল কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডুর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

আটককৃতরা হলেন—মিলন (৩৫), রতন (৩৮), হারুন (৩৫), সজিব (২৫), স্বপন (৪৪), মাসুদ (৪৫) ও আকরাম হোসেন (২৫)। তাদের মধ্যে কেউ ৭ দিন, আবার কেউ সর্বোচ্চ ১ মাস পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন।

র‌্যাব জানায়, এসব দালাল হাসপাতালে আসা রোগীদের বিভ্রান্ত করে অন্যত্র নিয়ে যেত এবং প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিত। কখনও চিকিৎসকের নাম ভাঙিয়ে, কখনও বিশেষ সুবিধার প্রলোভন দেখিয়ে রোগীদের ভোগান্তিতে ফেলত তারা।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (নেজারত) মেহরাব হোসাইন বলেন, হাসপাতালে দালালদের কারণে রোগীরা বছরের পর বছর ভোগান্তিতে ছিলেন। আজকের অভিযানে তাদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ মেলায় সাজা দেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে যেন আউটসোর্সিংয়ের নামে কোনো দালাল প্রবেশ করতে না পারে।

র‌্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বলেন, রোগীদের স্বার্থে এবং হাসপাতালের সেবা ব্যবস্থা সঠিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button