জয়হীন বিশ্বকাপ শেষে আইসিসির পর ক্ষোভ ঝাড়লেন পাকিস্তান অধিনায়ক

অনলাইন ডেস্ক: জয়হীন থেকে নারী ওয়ানডে বিশ্বকাপ শেষ করেছে পাকিস্তান। ৭ ম্যাচের ৪টিতেই হারের তেঁতো স্বাদ পেয়েছে তারা। বাকী ৪টি ভেস্তে গেছে বৃষ্টিতে। বিশ্বকাপের মতো আসর এমন বৃষ্টিবহুল মৌসুমে আয়োজন করায় আইসিসির তীব্র সমালোচনা করেছেন পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা।

শুক্রবার (২৫ অক্টোবর) শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের শেষ ম্যাচটিও বৃষ্টিতে ভেসে যাওয়ার পর হতাশা প্রকাশ করেন ফাতিমা। তিনি বলেন, ‘আমার শুধু একটাই কথা মনে হচ্ছে, এবার আবহাওয়া আমাদের পক্ষে ছিল না। একটা বিশ্বকাপ খেলার জন্য আমরা চার বছর অপেক্ষা করি। আমার মনে হয়, আইসিসির উচিত ছিল অন্তত তিনটি ভালো মাঠের ব্যবস্থা করা।’

দলের এমন বাজে পারফরম্যান্সের জন্য নিজেদের ব্যাটিং ব্যর্থতাকেও দুষছেন পাক অধিনায়ক। তিনি বলেন, ‘আমাদের বোলিং এবং ফিল্ডিং যথেষ্ট ভালো ছিল। কিন্তু ব্যাটিংয়ে আমরা কিছুটা পিছিয়ে ছিলাম। যদিও অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিপক্ষে আমরা ভালো লড়াই করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত জিততে পারিনি।’

এই আসর থেকে অনেক কিছু শিখেছেন জানিয়ে ফাতিমা বলেন, ‘বিশ্বকাপের আগে আমরা খুব বেশি ক্রিকেট খেলার সুযোগ পাইনি। আমাদের আরও বেশি ম্যাচ খেলা দরকার। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে, এখন থেকেই প্রস্তুতি শুরু করতে হবে।’

Related Articles

Back to top button