জায়েদ খানের নাচ দেখে বিস্মিত জয়, বললেন ‘একটা মানুষ কিভাবে এত সুখী হয়?’

অনলাইন ডেস্ক: শোবিজ অঙ্গনের আলোচিত অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় সম্প্রতি চিত্রনায়ক জায়েদ খানের প্রশংসা করে নিজের সামাজিকমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। বুধবার (২২ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে জায়েদের একটি নাচের ভিডিও শেয়ার করেন জয়। ভিডিওতে দেখা যায়, ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ নামক একটি অনুষ্ঠানে নাচ করছেন জায়েদ খান।

ভিডিওর ক্যাপশনে জয় লেখেন, “উনি (জায়েদ খান) কোন অপরাধে অভিযুক্ত কিংবা তিনি কোনো রাজনৈতিক দলের সদস্য, তা আমি জানতে চাই না। আমি শুধু বিস্ময়ের সঙ্গে দেখি—একজন মানুষ এতটা আনন্দে-সুখে থাকতে কেমন করে পারে? রাজনীতি কিংবা মতাদর্শের ঊর্ধ্বে, আমি এই আনন্দ উপভোগ করি। মাঝে মাঝে হিংসাও হয়, কারণ আমার নিজের বিবেক, বোধ ও সংবেদনশীলতা আমাকে এমন আনন্দ করতে দেয় না।”

তিনি আরও যোগ করেন, “তার এই আনন্দ দেখে আমার নিজের বুদ্ধি-বিবেককে তুচ্ছ মনে হয়। ভাই, আপনি ভালো থাকুন। আপনার দ্বারা যেন কারও কোনো ক্ষতি না হয়। এভাবেই মানুষকে বিনোদন দিন।”

পোস্টের শেষে জয় বলেন, “বাঙালির জীবনে বিনোদনের বড় অভাব। একটা ছোট উপলক্ষ পেলেই সেটিকে বড় করে উপভোগ করার চেষ্টা করে সবাই। কিন্তু আসলে সেটা কতটা উপভোগ্য হয়, সেটাই ভাবনার বিষয়।”

উল্লেখ্য, বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জায়েদ খান। ছাত্র-জনতার গণআন্দোলনের প্রেক্ষিতে শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি আর দেশে ফেরেননি। যদিও তার আমেরিকা যাত্রা শুরু হয়েছিল এরও আগেই।

এদিকে, প্রায় এক দশক আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের হওয়া এক হত্যাচেষ্টা মামলায় জায়েদ খান, শাহরিয়ার নাজিম জয়সহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

Related Articles

Back to top button