ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে বিজয় দেবরাকোন্ডা

অনলাইন ডেস্ক: ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরাকোন্ডা। তবে এই ঘটনায় তিনি বা গাড়িতে থাকা কেউ আহত হননি।

গতকাল সোমবার (৬ অক্টোবর) সকালে তেলেঙ্গানার জোগুলাম্বা গাদওয়াল জেলার এনএইচ-৪৪ (হায়দরাবাদ-বেঙ্গালুরু হাইওয়ে)-তে এই দুর্ঘটনা ঘটে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেতা বিজয় অন্ধ্রপ্রদেশের পুট্টাপার্থী থেকে তেলেঙ্গানার হায়দরাবাদ যাচ্ছিলেন। পথিমধ্যে আরেকটি গাড়ি পেছন থেকে তাদের গাড়িটিকে ধাক্কা দেয়। এতে তাদের গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও সৌভাগ্যবশত গাড়ির কোনো আরোহী হতাহত হননি।

এ ঘটনায় অভিনেতার গাড়িচালক স্থানীয় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। মামলা দায়েরের পর তদন্ত শুরু করেছে পুলিশ। আর দুর্ঘটনার পর বিজয় ও তার পরিবারের সদস্যরা নিরাপদে হায়দরাবাদে পৌঁছেছেন।

এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। ফলে কিছুক্ষণ পরই সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ঠিক থাকার কথা জানান অভিনেতা বিজয়। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, সব ঠিক আছে। গাড়িটি ধাক্কা খেয়েছে, তবে আমরা সবাই ভালো আছি। নিরাপদে ফিরেছি।

এ তারকা আরও লিখেছেন, আমার মাথাব্যথা করছে। তবে বিরিয়ানি খেয়ে ঘুম দিলে এমন কিছু নেই, যা ঠিক হবে না। আর তোমাদের সবার প্রতি আমার ভালোবাসা। দুর্ঘটনার খবর নিয়ে চাপ নেওয়ার কিছু নেই।

Related Articles

Back to top button