ঢাকায় ভিসা আবেদন কেন্দ্র চালু করল ফ্রান্স

অনলাইন ডেস্ক: বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করতে রাজধানী ঢাকায় একটি অত্যাধুনিক কেন্দ্র চালু করেছে ফ্রান্স। এই কেন্দ্রটি স্বল্প ও দীর্ঘমেয়াদি উভয় ভিসার আবেদনকারীদের জন্য আরও উন্নত ও দ্রুত সেবা নিশ্চিত করবে।

গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গুলশান অ্যাভিনিউয়ের র‌্যাংগস জেড স্কয়ারে অবস্থিত এই কেন্দ্রটি মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই।

বুধবার থেকে আবেদনকারীরা ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটের মাধ্যমে আগে অ্যাপয়েন্টমেন্ট বুক করে কেন্দ্রে তাদের ভিসা আবেদন জমা দিতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত মাসদুপুই বলেন, এই উদ্যোগের লক্ষ্য হলো বাংলাদেশিদের ভ্রমণের সুবিধা ও দক্ষতা বৃদ্ধি করা।

রাষ্ট্রদূত আরও বলেন, এর ফলে দৈনিক আবেদন জমা পড়ার সংখ্যা বৃদ্ধি পাবে, অ্যাপয়েন্টমেন্ট পেতে অপেক্ষার সময় কমবে, অর্থপ্রদানের বিকল্পগুলো আধুনিকীকরণ হবে ও একটি বিশেষায়িত কেন্দ্রের মাধ্যমে আবেদনকারীদের অভিজ্ঞতা উন্নত হবে।

রাষ্ট্রদূত জোর দিয়ে বলেন, ভিএফএস গ্লোবাল আবেদনপত্র ও সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করবে, তবে প্রক্রিয়াকরণ ও সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব ফ্রান্স দূতাবাসের ওপরই থাকবে।

এটি প্রশিক্ষিত গ্রাহক পরিষেবা প্রতিনিধিদের দ্বারা সাজানো হয়েছে ও গ্রাহকের সুবিধার জন্য ডিজাইন করা হয়েছে। আবেদনকারীরা অতিরিক্ত সুবিধাও পাবেন, যেমন প্রিমিয়াম সার্ভিস, কুরিয়ার, ফর্ম পূরণসহ আরও বেশ কিছু সেবা।

ভিএফএস গ্লোবাল ২০০৪ সাল থেকে ভিসা প্রক্রিয়াকরণে ফরাসি সরকারের সঙ্গে কাজ করছে, বর্তমানে ২৯টি দেশে ফ্রান্সের জন্য ৭০টি ভিসা কেন্দ্র পরিচালনা করছে তারা।

ভিএফএস গ্লোবাল জানিয়েছে, তাদের ভূমিকা কেবল আবেদনপত্র সংগ্রহ, প্রয়োজনীয় নথিপত্র ও বায়োমেট্রিক তালিকাভুক্তির মতো প্রশাসনিক কাজের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

শেনজেন ব্যবস্থার আওতায় ভিসার সিদ্ধান্ত, অনুমোদন ও প্রত্যাখ্যান করা ফরাসি দূতাবাসের এখতিয়ারভুক্ত।

নতুন ভিসা কেন্দ্রটি রোববার থেকে বৃহস্পতিবার, সকাল ৮টা ৩০ থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে।

আবেদনকারীরা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন : https://visa.vfsglobal.com/bgd/en/fra.

Related Articles

Back to top button