ভারতে আটক হওয়া ১৩ বাংলাদেশির পরিচয় মিলেছে

অনলাইন ডেস্ক: ভারতে বিএসএফের হাতে আটক হওয়া ১৩ বাংলাদেশির পরিচয় মিলেছে। আটককৃতদের মধ্যে ১০ জনের বাড়ি সিলেটের জৈন্তাপুরে। বাকি ৩ জন গোয়াইনঘাটের বাসিন্দা।

ডাউকি পুলিশ ও বিজিবি জানিয়েছে, ভারতে অনুপ্রবেশ ও চোরাচালানের অভিযোগে তাদের আটক করা হয়।

বুধবার ভারতের ডাউকি পুলিশের একটি বিশ্বস্ত সূত্রে আটক বাংলাদেশিদের পরিচয় পাওয়া যায়। আটককৃতরা হলেন- সিলেটের জৈন্তাপুর উপজেলার ফখরুল ইসলামের ছেলে সাজু আহমদ, মোস্তফা মিয়ার ছেলে সজিব, গুচ্ছগ্রামের মোস্তফা মিয়ার ছেলে মোবারক, ইলাল মিয়ার ছেলে আরিফ, দুলতিপুর গ্রামের ইব্রাহিম আলীর ছেলে ফখরুল ইসলাম, শ্রীপুর গ্রামের জামরুল মিয়ার ছেলে রুবেল, বিল্লাল হোসেনের ছেলে রুহুল, গুচ্ছগ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে রনি, বাসির মিয়ার ছেলে সোহাগ, গোয়াইনঘাটের বারহাল গ্রামের আয়ুব আলীর ছেলে শামীম, সিদ্দিক আলীর ছেলে হাবিব আহমদ ও তামাবিল এলাকার মতিন মিয়ার ছেলে নয়ন।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান।

Related Articles

Back to top button