সীমান্ত এলাকা থেকে বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেছে বিএসএফ

অনলাইন ডেস্ক: পঞ্চগড় সদর উপজেলার সীমান্ত এলাকা থেকে ওয়াসিম (১৫) নামে এক কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) বিকালে উপজেলার অমরখানা ইউনিয়নের সেনপাড়া সীমান্তের মেইন পিলার ৭৪৬ এলাকা থেকে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ ৪৬ ব্যাটালিয়নের গোড়ালবাড়ি ক্যাম্পের সদস্যরা।

এদিকে, ওই কিশোরকে ফেরত আনতে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি। ওয়াসিমের বাড়ি সদর উপজেলার অমরখানা ইউনিয়নের সেনপাড়া এলাকায়। তার বাবার নাম রেজাউল করীম।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, বুধবার বিকালে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের সেনপাড়া সীমান্ত এলাকা দিয়ে ৪-৫ জন কিশোর ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় গোড়ালবাড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। অন্যরা পালিয়ে এলেও বিএসএফের হাতে ধরা পড়ে ওয়াসিম। পরে তাকে গোড়ালবাড়ি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের টোকাপাড়া ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার শফিকুল ইসলাম বলেন, বুধবার বিকালে সেনপাড়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে ৪-৫ জন কিশোর। পরে তাদের একজনকে ধরে নিয়ে গেছে বিএসএফ। ওই কিশোরকে দেশে ফেরাতে কোম্পানি কমান্ডার পর্যায়ে আলোচনা হচ্ছে। আশা করছি রাতেই তাকে দেশে ফেরানো সম্ভব হবে।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মো. বদরুদ্দোজা বলেন, ওয়াসিমসহ কয়েকজন ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। পরে তাকে ধরে নিয়ে যায়। কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করেছি। রাতেই তাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। অনুরোধ করছি কেউ যাতে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা না করেন।

Related Articles

Back to top button