১০ রানে অলআউট হয়ে টি-টোয়েন্টির বিশ্বরেকর্ড

অনলাইন ডেস্ক: ক্রিকেট বিশ্বে আবার একটি বিরল ঘটনা। টি-টোয়েন্টি ক্রিকেটে মাত্র ১০ রানে অলআউট হয়ে গেল মঙ্গোলিয়া। সেই রান মাত্র পাঁচ বলে তুলে নিল প্রতিপক্ষ দেশ সিঙ্গাপুর। বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে এই ঘটনা ঘটেছে। দু’টি ক্ষেত্রেই নজির তৈরি হয়েছে।

টি-টোয়েন্টি ক্রিকেটে এর আগে ১০ রানে অলআউট হয়ে যাওয়ার ঘটনা মাত্র এক বার ঘটেছে। গত বছরের ফেব্রুয়ারিতে স্পেনের বিরুদ্ধে ১০ রানে শেষ হয়ে গিয়েছিল আইল অফ ম্যান। স্পেন সেই রান তুলে দিয়েছিল দু’বলেই। অর্থাৎ জিতেছিল ১১৮ বল বাকি থাকতে। টি-টোয়েন্টি ক্রিকেটে বলের বিচারে বৃহত্তম জয় সেটিই। বৃহস্পতিবার সিঙ্গাপুরের জয় থাকবে দ্বিতীয় স্থানে। তারা জিতেছে ১১৫ বল বাকি থাকতে।

বৃহস্পতিবারের ম্যাচে মঙ্গোলিয়ার ইনিংস স্থায়ী হয়েছে ১০ ওভার। সিঙ্গাপুরের বোলার হর্ষ ভরদ্বাজের সামনে মঙ্গোলিয়ার কেউ দাঁড়াতেই পারেননি। তিনি ৪ ওভার বল করে ৩ রানে শিকার করেছেন ৬ উইকেট। এই চার ওভারে দুটি মেডেনও দিয়েছেন। জবাবে সিঙ্গাপুরের মনপ্রীত সিং প্রথম বলেই আউট হয়ে যান। উইলিয়াম সিম্পসন (৬) এবং রাউল শর্মা (৭) দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সবচেয়ে কম রানের চারটি ইনিংসের ৩টিই মঙ্গোলিয়ার। এ বছরই জাপানের বিপক্ষে ১২ রান আর হংকংয়ের বিপক্ষে ১৭ রানে অল-আউট হয়েছিল দলটি।

এদিকে মেয়েদের আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সর্বনিম্ন রানের রেকর্ড কিন্তু মাত্র ৬ রান। একবার তা করেছে মালদ্বীপ, আরেকবার মালি। ২০১৯ সালের ডিসেম্বরে নেপালের পোখারায় মালদ্বীপের ওই অবিশ্বাস্য ইনিংস আবার বাংলাদেশের বিপক্ষে। একই বছর জুনে রুয়ান্ডায় স্বাগতিকদের বিপক্ষে ৬ রানে অলআউট হয়েছিল মালি।

Related Articles

Back to top button