দিমিত্রি মেদভেদেভের ‘হুমকি’, পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ ট্রাম্পের 

অনলাইন ডেস্ক: রাশিয়ার কাছে দুইটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের ‘অত্যন্ত উস্কানিমূলক’ মন্তব্যের জেরে ট্রাম্প এই পদক্ষেপ নিয়েছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

মেদভেদেভের বক্তব্যের উদ্দেশে ট্রাম্প বলেন, এসব মুর্খ এবং জ্বালাময়ী কথাগুলো যদি মামুলি কথা হয়ে না থাকে সে কারণেই আমি এ ব্যবস্থা নিয়েছি। কথা খুবই গুরুত্বপূর্ণ। কথা প্রায়ই অনিচ্ছাকৃত পরিণতি ডেকে আনতে পারে। এক্ষেত্রে তেমন দৃষ্টান্ত দেখা যাবে না-তেমনটিই আশা করি।

তবে সাবমেরিনগুলো কোথায় মোতায়েন করা হবে স্পষ্ট করেননি মার্কিন প্রেসিডেন্ট। সম্প্রতি মেদভেদেভ যুক্তরাষ্ট্রকে কড়া ভাষায় হুমকি দিয়েছেন।

এর জেরে গতকাল শুক্রবার (১ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের অত্যন্ত উস্কানিমূলক বক্তব্যের জেরে আমি দুইটি পারমাণবিক সাবমেরিন উপযুক্ত অঞ্চলে স্থাপনের নির্দেশ দিয়েছি।

দিমিত্রি মেদভেদেভ বর্তমানে রাশিয়ান ফেডারেশনের নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান।

গতকাল ট্রাম্প সাংবাদিকদের ট্রাম্প আরও বলেছেন, আমাদের জনগণের নিরাপত্তার কথা ভেবেই আমি এটি করছি। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট হুমকি দিয়েছেন। আর আমরা আমাদের জনগণকে রক্ষা করব।

সাম্প্রতিক সময়গুলোতে ট্রাম্প ও মেদভেদেভের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে কথার লড়াই চলছে। গত সপ্তাহে মেদভেদেভ অভিযোগ করেছেন ট্রাম্প রাশিয়ার সঙ্গে ‘আলটিমেটাম খেলা’ খেলছেন।

২০০৮-২০১২ সাল পর্যন্ত রাশিয়া প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে থাকা মেদভেদেভ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছেন, প্রতিটি নতুন আলটিমেটাম একটি হুমকি এবং যুদ্ধের দিকে ধাপিত হওয়ার একটি ধাপ।

গত মাসের শুরুর দিকে তিনি ট্রাম্পের আলটিমেটামকে ‘নাটক’ উল্লেখ করে বলেছিলেন, রাশিয়া এসব পরোয়া করে না।

Related Articles

Back to top button