মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে নতুন ডিজি মোস্তাফিজুর রহমান

নিজস্ব  প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন খন্দকার মোস্তাফিজুর রহমান। এর আগে তিনি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ছিলেন।

বুধবার (১৫ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আলমগীর কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) খন্দকার মোস্তাফিজুর রহমানকে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হলো। পদোন্নতির পর তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Related Articles

Back to top button