সিদ্ধিরগঞ্জে তরুণীকে মাইক্রোবাসে ধর্ষণের অভিযোগ

অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক তরুণীকে মাইক্রোবাসে ধর্ষণের অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গতকাল রোববার (৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম।

ওসি জানান, গত শুক্রবার দুপুরে জালকুড়ি দশপাইপ এলাকায় মাইক্রোবাসের ভেতরে ওই তরুণীকে ধর্ষণ করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

তদন্তের স্বার্থে অভিযুক্তদের নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়েছেন তিনি।

এজাহারের উদ্ধৃতি দিয়ে ওসি শাহীনূর আলম বলেন, মামলার দুই নম্বর অভিযুক্ত সরাসরি ধর্ষণের সঙ্গে জড়িত, আর বাকি আসামিরা ঘটনাটিতে সহায়তা করেছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। তথ্য ও ছবি: দৈনিক ইত্তেফাক

Related Articles

Back to top button