বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে শাহরুখের ‘কিং’

অনলাইন ডেস্ক: শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’ নিয়ে বলিউডে শুরু হয়েছে তুমুল আলোচনার ঝড়। বিশাল বাজেট, আন্তর্জাতিক মানের অ্যাকশন দৃশ্য আর তারকাবহুল কাস্টিং—সব মিলিয়ে ছবিটিকে ইতিমধ্যে ভারতের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল অ্যাকশন সিনেমা হিসেবে দেখা হচ্ছে।

বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে বলা হয়েছে, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’-এর প্রাথমিক বাজেট ছিল ১৫০ কোটি রুপি। তবে কাহিনি ও অ্যাকশন দৃশ্যের পরিধি বাড়তে বাড়তে সেই বাজেট এখন দাঁড়িয়েছে প্রায় ৩৫০ কোটিতে। এতে এখনো বিপণন ও প্রচারণার খরচ যোগ হয়নি।

প্রথমদিকে ছবিটি পরিকল্পনা করেছিলেন পরিচালক সুজয় ঘোষ, যেখানে শাহরুখের ভূমিকাটি ছিল সীমিত। পরে সিদ্ধার্থ আনন্দ প্রকল্পটি হাতে নিয়ে শাহরুখের সঙ্গে বসে নতুন করে গল্প ও ভিশন সাজান। তারা চেয়েছিলেন এমন এক ভারতীয় অ্যাকশন ছবি তৈরি করতে, যার ভিজ্যুয়াল বৈচিত্র্য ও পরিসর আন্তর্জাতিক মান ছুঁয়ে যাবে।

সিনেমাটিতে থাকবে ছয়টি বিশাল অ্যাকশন সিকোয়েন্স—এর মধ্যে তিনটি বাস্তব লোকেশনে, বাকিগুলো বিশেষভাবে নির্মিত সেটে শুট করা হবে। বিশেষ করে শাহরুখ খানের ইনট্রোডাকশন দৃশ্যকে কেন্দ্র করে ব্যয় হচ্ছে বিপুল অর্থ, যা ছবির অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে দেখা হচ্ছে।

‘কিং’-এর প্রযোজনায় আছেন গৌরী খান ও মমতা আনন্দ, আর শাহরুখ নিজেও যুক্ত আছেন প্রযোজক হিসেবে। ২০২৬ সালে মুক্তি পাবে ছবিটি। ট্রেড বিশ্লেষকদের মতে, ‘কিং’ শাহরুখ খানের ক্যারিয়ারের সবচেয়ে বড় ও ব্যয়সাপেক্ষ প্রকল্পগুলোর একটি হতে যাচ্ছে, যা মুক্তির পর ভারতীয় বক্স অফিসে নতুন রেকর্ড গড়তে পারে।

Related Articles

Back to top button