বিয়ে করেছেন ‘দঙ্গল’কন্যা জায়রা ওয়াসিম

অনলাইন ডেস্ক: প্রথম ছবিতেই করেছিলেন বাজিমাৎ, চলে আসেন লাইমলাইটে। আমির খানের ‘দঙ্গল’ দিয়ে অভিনয় করে আলোচনায় আসেন অভিনেত্রী জায়রা ওয়াসিম। ২০১৬ সালে ‘দঙ্গল’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন জায়রা। পরে আবার ‘সিক্রেট সুপারস্টার’ সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা পান।

২০১৯ সালে আচমকাই অভিনয় জগৎ ছাড়ার কথা ঘোষণা করেন জায়রা। এরপর বোরখা, হিজাব পরতেন বলে কটাক্ষের শিকারও হয়েছেন বহুবার। বলিউডের জমকালো জীবন থেকে নিজেকে একেবারেই সরিয়ে নিয়েছিলেন এই অভিনেত্রী।

এবার বিয়ে করে আবারও আলোচনায় জায়রা ওয়াসিম। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে সকলকে চমকে দিয়ে বিয়ে করার কথা জানালেন তিনি। কিন্তু জানাননি পাত্রের পরিচয়, ফলে তৈরি হয়েছে কৌতূহল, আলোচনা।

বিয়ের পর ইনস্টাগ্রামে ছবি প্রকাশ করেছেন জায়রা ওয়াসিম

এদিন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দুটি ছবি ভাগ করে নিয়েছেন জায়রা। সেখানেই তাকে দেখা গেল, বরের সঙ্গে কনেবেশে। পরনে লাল রঙের বিয়ের পোশাক, আর পাত্রের গায়ে দেখা গেল ঘিয়ে রঙের কাশ্মিরি শাল।

নিকাহনামায় সই করছেন জায়রা
আরেক ছবিতে দেখা যায়, মেহেদি পরা হাতে নিকাহনামায় সই করছেন। ক্যাপশনে লেখা- ‘কবুল হ্যায়।’ আর তা প্রকাশ হতেই তৈরি হয় শুভেচ্ছার জোয়ার।

Related Articles

Back to top button