মা হলেন স্বাগতা

অনলাইন ডেস্ক: মা হলেন অভিনেত্রী জিনাত শানু স্বাগতা। থাইল্যান্ডের একটি হাসপাতালে তিনি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। বিষয়টি স্যোশাল মিডিয়ায় অভিনেত্রী নিজেই নিশ্চিত করেছেন। জানা গেছে, মা ও সদ্যোজাত শিশু দুজনেই সুস্থ আছে। মেয়ের নাম রেখেছেন মরিয়াম সর্বজয়া শানু আজাদ।

২১ জুন রাতে নিজের ফেসবুক ওয়ালে মা হওয়ার খবর জানিয়ে স্বাগতা লিখেছেন, ‘মরিয়াম সর্বজয়া শানু আজাদ, পৃথিবীতে স্বাগতম।’

ফেব্রুয়ারি মাসে বিয়ের এক বছরের মাথায় মা হওয়ার খবর জানান স্বাগতা। শুরুতে দেশের হাসপাতালের অধীনে চিকিৎসা নিলেও নরমাল ডেলিভারির সম্ভাবনা কম থাকায় তিনি থাইল্যান্ডে যান।

সেখানে এক বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন। তবে তার আগে তিনি আরেকটি হাসপাতালে ছিলেন। সেখানে নরমাল ডেলিভারির সম্ভাবনা না থাকায় হাসপাতান পরিবর্তন করেন।

থাইল্যান্ডে গিয়ে স্বাগতা বলেছিলেন, ‘আমি একটা মিশন নিয়ে থাইল্যান্ডে এসেছি। বাংলাদেশের অনেক ডাক্তার বলেছেন আমি ভুল করছি, কিন্তু আমি শেষ দিন পর্যন্ত চেষ্টা করব যেন স্বাভাবিকভাবে সন্তান জন্ম দিতে পারি।’

বলা প্রয়োজন, ২০২৪ সালের ২৪ জানুয়ারি দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক হাসান আজাদকে বিয়ে করেন স্বাগতা। হাসান একাধারে সংগীতশিল্পী, গীতিকার, সুরকার ও মিউজিক কম্পোজার। পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে উচ্চশিক্ষা ও পিএইচডি সম্পন্ন করেছেন। লন্ডনপ্রবাসী হাসান বর্তমানে একজন সফল ব্যবসায়ী।

Related Articles

Back to top button