সিরীয় নেতা আল-শারার সঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
অনলাইন ডেস্ক: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান রোববার সিরিয়ার রাজধানী দামেস্কে দেশটির নতুন প্রশাসনের নেতা আহমেদ আল-শারার সঙ্গে বৈঠক করেছেন। তুর্কি কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে আনাদোলু এজেন্সি।
তুর্কি গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, এ বৈঠকে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী নুহ ইলমাজ, দামেস্কে তুরস্কের অ্যাক্টিং চার্জ দ্য অ্যাফেয়ার্স বুরহান কোরোগলু এবং সিরিয়ার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত এসাআদ হাসান সাইবান উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার মধ্যপ্রাচ্যের জন্য দায়িত্বপ্রাপ্ত মার্কিন শীর্ষ কূটনীতিকও দামেস্ক সফর করেন। তিনি হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
ওই বৈঠকে একটি ‘অন্তর্ভুক্তিমূলক’ রাজনৈতিক প্রক্রিয়ার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।
মার্কিন ও তুর্কি প্রতিনিধিদের সঙ্গে সিরীয় নেতার এই বৈঠক দেশটিতে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হিসেবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তুরস্ক এবং অন্যান্য আন্তর্জাতিক পক্ষ সিরিয়ায় স্থিতিশীলতা ও সমন্বিত রাজনৈতিক প্রক্রিয়া বাস্তবায়নের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে।
দামেস্কে রাজনৈতিক পট-পরিবর্তন
এই বৈঠকের ঠিক কয়েক সপ্তাহ আগেই সিরিয়ায় দীর্ঘদিন ক্ষমতায় থাকা বাশার আল আসাদ সরকারের পতন ঘটে। এ সময় এইচটিএস নেতৃত্বাধীন সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলো দামেস্কের নিয়ন্ত্রণ নেয়।
সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ প্রায় ২৫ বছর ধরে সিরিয়া শাসন করেছেন। গত ৮ ডিসেম্বর এক বিদ্রোহীদের চাপের মুখে তিনি রাশিয়ায় পালিয়ে যান। এর মধ্য দিয়ে ১৯৬৩ সাল থেকে ৬১ বছর ক্ষমতায় থাকা বাথ পার্টির শাসনের অবসান ঘটে।