সিরিয়ায় সংঘাত তীব্র, তবু উত্তেজনা প্রশমনের আশা দেখছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক: সিরিয়ার পরিস্থিতি বর্তমানে অত্যন্ত নাজুক হলেও, ইসরায়েলের সঙ্গে উত্তেজনা প্রশমনের ব্যাপারে আশাবাদী যুক্তরাষ্ট্র। দেশটির রাজধানী দামেস্ক ও সুইদা শহরে ইসরায়েলি হামলার পর পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।
সম্প্রতি ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, সিরিয়া ও ইসরায়েলের মধ্যে বেশ কিছু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। তবে সাম্প্রতিক কূটনৈতিক উদ্যোগে তিনি আগামী কয়েক ঘণ্টার মধ্যেই কিছু অগ্রগতি দেখার আশা করছেন। তার ভাষায়, ‘উভয়পক্ষ উত্তেজনা কমিয়ে আনার পথেই রয়েছে বলে আমি মনে করি।’
এদিকে, মধ্যপ্রাচ্যে ইউএনএইচসিআরের আঞ্চলিক পরিচালক রেমা জেমুস জানিয়েছেন, সিরিয়ার বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংকটপূর্ণ। বুধবার (১৬ জুলাই) ওয়াশিংটন ডিসিতে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ‘সিরিয়া এবং সিরিয়ানদের জন্য এখন সবচেয়ে জরুরি বিষয় হলো স্থিতিশীলতা। শান্তিপূর্ণ পরিবেশ ছাড়া দেশ পুনর্গঠন ও শরণার্থীদের পুনর্বাসন অসম্ভব।’
রেমা জেমুস আরও বলেন, সিরিয়ায় নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না ঘটলে শরণার্থীদের নিরাপদ প্রত্যাবর্তন অনিশ্চয়তায় পড়ে যাবে। ইউএনএইচসিআর এই প্রত্যাবর্তনের সুযোগকে ‘জীবনে একবার ঘটে এমন’ একটি মুহূর্ত হিসেবে বিবেচনা করছে।
গত বছর ডিসেম্বরে বাশার আল-আসাদ সরকারের পতনের পর থেকে বিপুল সংখ্যক শরণার্থী সিরিয়ায় ফিরতে শুরু করেছে। এ পরিস্থিতিতে, আন্তর্জাতিক সহায়তায় দেশে স্থিতিশীলতা আনতে যুক্তরাষ্ট্র ও অন্যান্য অংশীদারদের সঙ্গে কাজ করে যাচ্ছে জাতিসংঘের শরণার্থী সংস্থাটি।
ইসরায়েলের সর্বশেষ হামলা নিয়ে জাতিসংঘ মহাসচিবের দপ্তর ইতোমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে এবং সকল পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। ইউএনএইচসিআরের মতে, সিরিয়ার বর্তমান সহিংসতা দেশটির শান্তিপূর্ণ ভবিষ্যতের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এবং রাজনৈতিক সমাধান ছাড়া এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়।