টিকটকসহ চীনে তৈরি বিভিন্ন অ্যাপ ব্যবহারে তথ্য চুরির শঙ্কা

অনলাইন ডেস্ক: চীনে তৈরি জনপ্রিয় অ্যাপ—রেডনোট, উইবো, টিকটক, উইচ্যাট ও বাইদু ক্লাউড ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সরাসরি হুমকির মুখে পড়ছে বলে সতর্ক করেছে তাইওয়ানের জাতীয় নিরাপত্তা ব্যুরো (এনএসবি)। সংস্থাটির দাবি, এসব অ্যাপ প্রয়োজনের চেয়ে অনেক বেশি তথ্য সংগ্রহ করছে এবং তা চীনের সার্ভারে পাঠিয়ে দিচ্ছে, যা জাতীয় নিরাপত্তার জন্যও উদ্বেগজনক।

এক বিবৃতিতে এনএসবি জানায়, চীনা এসব অ্যাপ অনুমতির সীমা ছাড়িয়ে ব্যবহারকারীর ফোন থেকে ব্যক্তিগত তথ্য, অবস্থান, ক্লিপবোর্ড, স্ক্রিনশট, কন্টাক্ট তালিকা এমনকি ইনস্টল করা অন্যান্য অ্যাপের তথ্য পর্যন্ত সংগ্রহ করে থাকে। শুধু তা-ই নয়, এসব তথ্য ব্যবহারকারীর অজান্তেই নিয়মিতভাবে চীনের সার্ভারে পাঠানো হয়।

ব্যুরো জানিয়েছে, নিরাপত্তা ঝুঁকি বিশ্লেষণে প্রতিটি অ্যাপকে পাঁচটি শ্রেণিতে ভাগ করে ১৫টি সূচকের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে। এর মধ্যে রেডনোট সব ১৫টি সূচকে গোপনীয়তা লঙ্ঘনের প্রমাণ দিয়েছে। উইবো ও টিকটক ১৩টি, উইচ্যাট ১০টি এবং বাইদু ক্লাউড ৯টি সূচকে অনিয়ম করেছে।

তাইওয়ানের নিরাপত্তা বিশ্লেষকদের মতে, চীনা আইনের আওতায় এসব কোম্পানিকে ব্যবহারকারীর তথ্য সরকারকে সরবরাহ করতে বাধ্য করা হয়। ফলে অ্যাপ ব্যবহারকারীদের তথ্য চীনা সরকারের নজরে চলে যাওয়ার আশঙ্কা থেকেই যায়।

এনএসবির পক্ষ থেকে তাই নাগরিকদের এসব অ্যাপ ব্যবহারে সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

Related Articles

Back to top button