নতুন এক রহস্যময় জীবের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা

অনলাইন ডেস্ক: বিজ্ঞানীরা নতুন এক জীবের কোষীয় সত্তার খোঁজ পেয়েছেন, যার মধ্যে প্রাণ ও প্রাণহীন উভয় অবস্থান দেখা গেছে। কানাডার নোভা স্কশিয়ার হ্যালিফ্যাক্সের ডালহৌসি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী রিও হারাডারের নেতৃত্বে একদল বিজ্ঞানী সামুদ্রিক প্ল্যাঙ্কটন সিথারিস্টেস রেজিয়াসের ব্যাকটেরিয়া জিনোম বিশ্লেষণের সময় অদ্ভুত এই জীবের খোঁজ পান। বায়ো আর্কাইভ সাময়িকীতে রহস্যময় জীবটির বিষয়ে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।

নতুন জীবের নামকরণ হয়েছে সুকুনাআর্কিয়াম মিরাবিল। আর্কিয়া ডোমেনের অন্তর্গত জীবটি তার হোস্টের কাছ থেকে কিছু কাজ ভাগাভাগি করে থাকে। এই জীব নিজস্ব রাইবোসোম ও আরএনএ তৈরি করতে পারে। জীবটির জিনোম আশ্চর্যজনকভাবে বেশ ছোট, যা ক্ষুদ্রতম আর্কিয়াল জিনোমের প্রায় অর্ধেক।

বিজ্ঞানীদের তথ্যমতে, সাধারণত ভাইরাসের জীবন ও কার্যকারিতা নির্ভর করে হোস্টের ওপর। অন্যদিকে নতুন প্রাণের সত্তা বেশ জটিল। সাধারণ জীবনের সঙ্গে ভাইরাসের মতো সত্তাকে মেলানো যায় না। সুকুনাআর্কিয়াম মিরাবিল নামকরণ হয়েছে জাপানের এক দেবতার নামে। এই দেবতা তার ছোট আকারের জন্য পরিচিত।

জীবটিতে নিজস্ব রাইবোসোম ও বার্তাবাহক আরএনএ তৈরি করার জন্য প্রয়োজনীয় জিন রয়েছে। সুকুনাআর্কিয়ামের আবিষ্কার কোষীয় জীবনের প্রচলিত সীমানাকে সামনে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। নতুন আবিষ্কৃত জীবটি ভাইরাস ও কোষের মধ্যকার প্রাণ ও প্রাণহীন অবস্থার মধ্যকার রেখাটি অতিক্রম করছে বলেও ধারণা করছেন তারা।

Related Articles

Back to top button