মন্দ কোম্পানির শেয়ারদরও বাড়ছে

অনলাইন ডেস্ক: ঈদের পর কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের শেয়ার বাজার। এ সময় অধিকাংশ কার্যদিবসেই বেশির ভাগ কোম্পানির শেয়ারদর বেড়েছে। তবে ‘ভালো’র পাশাপাশি ‘মন্দ’ কোম্পানির শেয়ারদরও পাল্লা দিয়ে বাড়ছে। গতকাল বুধবারও শেয়ার বাজারে লেনদেনে ‘মন্দ’ কোম্পানির দাপট ছিল।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনচিত্র পর্যালোচনায় দেখা যায়, গতকাল ‘জেড’ গ্রুপের কোম্পানিগুলোর মধ্যে ৬২টির দাম বেড়েছে। কমেছে ১২টির এবং ২২টির দাম অপরিবর্তিত রয়েছে। অথচ ‘জেড’ ক্যাটাগরিতে স্থান পাওয়া কোম্পানি বিনিয়োগকারীদের লভ্যাংশ দেয় না। এছাড়া, ‘এ’ ক্যাটাগরিতে স্থান পাওয়া ভালো কোম্পানি বা ১০ শতাংশ অথবা তার বেশি লভ্যাংশ দেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৫৫টির দাম বেড়েছে। বিপরীতে ৪১টির দাম কমেছে এবং ২১টির দাম অপরিবর্তিত রয়েছে। আর ‘বি’ ক্যাটাগরিতে স্থান পাওয়া মাঝারি মানের বা ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া ৬০টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে ১৬টির দাম কমেছে এবং সাতটির দাম অপরিবর্তিত রয়েছে।
বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, চলতি বাজেটে এবার শেয়ার বাজারের জন্য অন্তর্বর্তী সরকার বেশকিছু সুবিধা দিয়েছে। এছাড়া, অনেক শেয়ারের দাম এখন সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। এখন বাজারে বিনিয়োগ করলে দীর্ঘ মেয়াদে ভালো রিটার্নের সম্ভাবনা রয়েছে। যে কারণে বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার কেনায় আগ্রহ বেড়েছে। তবে শেয়ার কেনার সময় ‘ভালো’ ‘মন্দ’ যাচাই করা উচিত। না হলে লোকসানে পড়তে হবে। গতকাল বেশির ভাগ কোম্পানির শেয়ারদর বাড়ায় মূল্যসূচকেও ইতিবাচক প্রভাব পড়েছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৫ পয়েন্টে ও বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮১৭ পয়েন্টে অবস্থান করছে। সূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। বাজারটিতে ৪৭৯ কোটি ৫২ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে ৪৬৪ কোটি ৫৩ টাকার লেনদেন হয়েছে। এ হিসাবে লেনদেন বেড়েছে ১৪ কোটি ৯৯ লাখ টাকা।
দেশের প্রধান এই শেয়ার বাজারে গতকাল টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০টি কোম্পানি হলো-বিচ হ্যাচারি, অগ্নি সিস্টেম, লাভেলো আইসক্রিম, ব্র্যাক ব্যাংক, সি পার্ল বিচ রিসোর্ট, আলিফ ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, মিডল্যান্ড ব্যাংক, ইসলামী ব্যাংক এবং এশিয়াটিক ল্যাবরেটরিজ।
অন্যবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনকৃত মোট ২১০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪০টির, কমেছে ৪৪টির এবং ২৬টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৯০ পয়েন্ট। গতকাল সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ৩৭লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ২৫ কোটি ৮০ লাখ টাকা।