‘হত্যার উদ্দেশ্যে খালেদা জিয়াকে কারাগারে নির্যাতন করেছিল ফ্যাসিস্ট সরকার’

অনলাইন ডেস্ক: ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার হত্যার উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে নির্যাতন করেছিল—এমন অভিযোগ করেছেন ঢাকা জেলা যুবদল সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।
গতকাল রোববার ধামরাইয়ের আমাতন নেসা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত পেশাজীবী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, ফ্যাসিস্ট সরকারের সময়ে শুধু রাজনীতি নয়, মাকে হারানোর আশঙ্কায় পুরো জাতি আতঙ্কে ছিল। খালেদা জিয়া দেশের গণতন্ত্রের মাতা। তাকে হত্যার উদ্দেশ্যে যে নির্যাতন চালানো হয়েছিল—তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে।
স্থানীয় নেতা এম এ জলিলের সভাপতিত্বে সমাবেশে শিক্ষক, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন অঙ্গসংগঠনের পেশাজীবী নেতারা বক্তব্য দেন।
তারা বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতির কারণে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত রোগমুক্তি কামনা করেন। সমাবেশ শেষে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।




