চট্টগ্রামে চালু হচ্ছে ই-পারিবারিক আদালত

অনলাইন ডেস্ক: বিচার ব্যবস্থাকে আরও আধুনিক ও জনবান্ধব করতে চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে ই-পারিবারিক আদালতের কার্যক্রম।
গতকাল রোববার (৩০ নভেম্বর) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটরিয়ামে এই আদালতের উদ্বোধন করবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা।
সংশ্লিষ্টদের মতে, দেশে বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে এটি একটি বড় পদক্ষেপ। ডিজিটাল প্রযুক্তিনির্ভর এই আদালতে মামলার আবেদন থেকে শুরু করে দৈনন্দিন সব কার্যক্রম অনলাইনে পরিচালিত হবে। কাগজের ব্যবহার থাকবে না; তবে শুনানি অনুষ্ঠিত হবে সরাসরি উপস্থিতিতে।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তার বলেন, এটি পেপারলেস আদালত। বিচারকার্যকে আরও দ্রুত, স্বচ্ছ ও ঝামেলামুক্ত করতে প্রয়োজনীয় প্রযুক্তি ও সফটওয়্যার প্রস্তুত রাখা হয়েছে।




