‘শাপলা কলি’ প্রতীকের ছবি প্রকাশ করল এনসিপি, যুক্ত হলো ইসির ওয়েবসাইটেও

অনলাইন ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের দলীয় প্রতীক ‘শাপলা কলি’–র অফিসিয়াল ছবি প্রকাশ করেছে। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটেও এনসিপিকে দেশের ৫৮ নম্বর রাজনৈতিক দল উল্লেখ করে প্রতীকের এই ছবি যুক্ত করা হয়েছে।

গতকাল বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় এনসিপির পক্ষ থেকে প্রতীকের ছবিটি সাংবাদিকদের কাছে পাঠানো হয়। ছবিতে একটি অঙ্কুরিত শাপলা ফুলের কলি দেখা যায়, যা গোলাকার শাপলা পাতার ওপর সোজা ভর দিয়ে দাঁড়িয়ে আছে। দলের মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন জানান, এখন থেকে গণমাধ্যমে এনসিপির প্রতীকের এই ছবিই ব্যবহার করার অনুরোধ করা হয়েছে।

তিনি বলেন, আজ তারা অনানুষ্ঠানিকভাবে ইসির কাছ থেকে দলীয় প্রতীকের চূড়ান্ত ছবি সম্পর্কে নিশ্চিত হয়েছেন। এরপরই ইসির ওয়েবসাইটেও এটি প্রকাশ করা হয়েছে।

এর আগে, গত ৯ নভেম্বর এনসিপিকে ‘শাপলা কলি’ প্রতীক বরাদ্দ দিয়ে বিজ্ঞপ্তি জারি করে ইসি।

Related Articles

Back to top button