পার্বতীপুর মধ্যপাড়া পাথর খনি বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক: দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া পাথর খনি ভূমিকম্পের আতঙ্কের কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) রাত ১০টার দিকে খনি কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত জানায়।

খনি কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সম্প্রতি দেশে পরপর ভূমিকম্প অনুভূত হওয়া এবং প্রাণহানির ঘটনায় খনিতে কর্মরত শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। একপর্যায়ে খনি ও ঠিকাদারি প্রতিষ্ঠান বেলারুশ কর্তৃপক্ষের পরামর্শে খনি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

রোববার সকালে শিফটে খনির শ্রমিকরা ভূ-অভ্যন্তরে কাজে নামার সময় দ্বিধা প্রকাশ করলে খনি কর্তৃপক্ষ তা দ্রুত পেট্রোবাংলাকে জানায়। পেট্রোবাংলার সিদ্ধান্ত খনিতে পৌঁছার সঙ্গে সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনা শেষে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শ্রমিকদের ছুটি ঘোষণা করা হয়।

মধ্যপাড়া পাথর খনি এমডি ডিএম জোবায়েদ হোসেন বলেন, ভূমিকম্পের আতঙ্কের কারণে খনি বন্ধ ঘোষণা করা হয়েছে।

Related Articles

Back to top button